January 12, 2025

কালিয়াগঞ্জ_বুনিয়াদপুর রেল প্রকল্প সহ রেলের বিভিন্ন সমস্যা নিয়ে রেল মন্ত্রীর সাথে দেখা করলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল

1 min read

কালিয়াগঞ্জ_বুনিয়াদপুর রেল প্রকল্প সহ রেলের বিভিন্ন সমস্যা নিয়ে রেল মন্ত্রীর সাথে দেখা করলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২৫ জুলাই:রায়গঞ্জের সাংসদ নির্বাচিত হবার পর বৃহস্পতিবার প্রথম কার্তিক পাল কেন্দ্রের রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সাথে দেখা করেন বলে জানা যায়।কাজের আন্তরিকতা থাকলে পরে যে অসম্ভবকে সম্ভব করা যায় সেটা বর্তমান সাংসদ কার্তিক পাল কালিয়াগঞ্জের মানুষদের বুঝিয়ে দিয়েছিলেন কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা থাকার সময়।

 

বৃহস্পতিবার দিল্লীতে রেল মন্ত্রীর দপ্তরে গিয়ে উত্তর দিনাজপুর জেলার এক গুচ্ছ রেলের দাবি দাওয়া নিয়ে রেল মন্ত্রীর সাথে খোলা মেলা আলোচনা করেছেন যাতে রেলের বিভিন্ন আটকে থাকা সমস্যার জট গুলি দ্রুততার সাথে সমাধানের চেহারা পেতে পারে।

বৃহস্পতিবার রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল রেল মন্ত্রীর কাছে যে সমস্ত গুরুত্বপুর্ন দাবি জানিয়েছেন তার মধ্যে রাধিকাপুর_দিল্লী ট্রেন,রাধিকাপুর_ব্যাঙ্গালুরু ট্রেন,রাধিকাপুর_পুরী ট্রেন,,কালিয়াগঞ্জ,রায়গঞ্জ এবং ইসলামপুরের জন্য ফ্লাই ওভার,সংসদীয় এলাকার প্রতিটি স্টেশনের আধুনিকী কারণ।এবং সবচেয়ে গুরুত্বপুর্ন দাবি কালিয়াগঞ্জ_,বুনিয়াদপুর বন্ধ হয়ে থাকা রেল লাইনের কাজ দ্রুততার সাথে শুরু করা।রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রায়গঞ্জের সাংসদ কার্তিক পালকে বলেছেন তিনি গুরুত্ব দিয়ে তার সমস্ত দাবি পুরন করবেন বলে কার্তিক পালকে আশ্বাস দিয়েছেন।রায়গঞ্জের সাংসদ রেলমন্ত্রীকে কালিয়াগঞ্জ_বুনিয়াদপুর রেল প্রকল্পের কতটা গুরুত্ব সেটি বুঝিয়ে বললে রেল মন্ত্রী তার গুরুত্ব উপলব্ধি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *