December 28, 2024

বিদ্যুতের বিভিন্ন সমস্যা সমাধানে কালিয়াগঞ্জ বিদ্যুৎ ভবনে ক্রেতা সুরক্ষা সমিতির ডেপুটেশন

1 min read

বিদ্যুতের বিভিন্ন সমস্যা সমাধানে কালিয়াগঞ্জ বিদ্যুৎ ভবনে ক্রেতা সুরক্ষা সমিতির ডেপুটেশন

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২৪জুলাই:বুধবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরে রশিদপুরের বিদ্যুৎ ভবনে কালিয়াগঞ্জ ক্রেতা সুরক্ষা সমিতির ডাকে শহরের বিদ্যুৎ দপ্তরের সহকারী বাস্তুকার তথা বিদ্যুৎ দপ্তরের স্টেশন সুপারিনটেনডেন্ট এর নিকট একটি ডেপুটেশন দেওয়া হয় নেতৃত্ব দেন কালিয়াগঞ্জ ক্রেতা সুরক্ষা সমিতির সভাপতি কানাই শেঠ,সংস্থার সম্পাদক সন্দীপ ধর এবং ক্রেতা সুরক্ষা সমিতির কর্ণধার প্রকাশ কুন্ডু।

 

মোট আট দফা গুরুত্বপুর্ন দাবির মধ্যে কালিয়াগঞ্জ শহর ও গ্রামের বিদ্যুৎ গ্রাহকদের উন্নত পরিষেবার জন্য পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বন্টন দপ্তরকে ২০২৪ সের নুতন নিয়মে বিদ্যুতের তিন মাসের বিলের পরিবর্তে আগামী আগস্ট মাস থেকে মাসিক বিল কার্যকর করতে হবে, বর্তমানে ঘন ঘন লোডশেডিং এবং ভোল্টেজ আপ ডাউনের কারনে ঘরের বিভিন্ন ফ্যান,ফ্রিজ, টিভি নষ্ট হচ্ছে।অবিলম্বে দপ্তরের কর্মীদের আন্তরিকতার সাথে এর প্রকৃষ্ট কারন খুঁজে বের করে ঘরের আসবাব পত্র নষ্ট না হয় সেদিকে দৃষ্টি দিতে হবে।বিদ্যুৎ দপ্তরে বিভিন্ন গুরুত্বপুর্ন কারনে ফোন দপ্তর থেকে কোন রকম সারা না পাওয়ায় অনেক সময় বিভিন্ন ধরনের অসুবিধার মধ্যে পড়তে হয়।

ফোনের পরিষেবা যাতে বিপদের সময় পাওয়া যায় তা সুনিশ্চিত করতে হবে।ডোমেস্টিক বিদ্যুৎ কানেকশনে বিদ্যুতের স্মার্ট মিটার,প্রিপেড মিটার বসানো বন্ধ করতে হবে।স্বত্বর বিদ্যুৎ বিলের ইউনিট চার্জ কমাতে হবে,বিদ্যুৎ বিল জমা দেবার জন্য অবিলম্বে রশিদপুর ছাড়াও কালিয়াগঞ্জ শহরের বিভিন্ন এলাকার মানুষের সুবিধার্থে নুতন একটি বিদ্যুৎ কালেকশন পয়েন্ট স্থাপন করতে হবে।e ছাড়াও নুতন বিদ্যুৎ সংযোগের জন্য সাধারন মানুষদের অযথা হয়রানি বা টালবাহানা করা চলবেনা। কালিয়াগঞ্জ ক্রেতা সুরক্ষা সমিতির ডেপুটেশন হাতে পেয়ে কালিয়াগঞ্জ বিদ্যুৎ বন্টন দপ্তরের সহকারী বস্তুকার আলী আহমেদ বলেন ডেপুটেশনকারীদের ডেপুটেশন তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠিয়ে দেবেন যাতে সমস্যাগুলির দ্রুত সমাধান সম্ভব হয় বলে জানান। কালিয়াগঞ্জ ক্রেতা সুরক্ষা সমিতির ডেপুটেশনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অনিল কুমার দেব শর্মা,নরেন্দ্র নাথ দাস, তাঁরা পদ শেঠ এবং ডলি মোদক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর..