তরঙ্গপুরে তিনদিনের কালিয়াগঞ্জ ব্লকের জোনাল স্কুল ক্রীড়া প্রতিযোগিতা শুরু
1 min readতরঙ্গপুরে তিনদিনের কালিয়াগঞ্জ ব্লকের জোনাল স্কুল ক্রীড়া প্রতিযোগিতা শুরু
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২৪ জুলাই:বুধবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের তরংপুর নন্দ কুমার উচ্চ বিদ্যালয়ে তিনদিনের কালিয়াগঞ্জ ব্লকের জোনাল স্কুল ক্রীড়া প্রতিযোগিতা শুরু হল।সাদা পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য।
তিনি তার উদ্বোধনী ভাষণে বলেন আমাদের রাজ্যের রাজ্য সরকার খেলাধুলার দিকে ভীষন জোড় দিয়েছে প্রথম থেকেই।তাই বর্তমানে গ্রাম বাংলা থেকে অনেক ক্রীড়া প্রতিভা বেরিয়ে আসছে।আমরা এর জন্য গর্বিত।কালিয়াগঞ্জ জোনাল ক্রীড়া প্রতিযোগিতার কনভেনর মহ: ইজাবুল হক বলেন ২৪ শে জুলাই থেকে ২৬ শে জুলাই তিনদিন ধরে আমাদের এই প্রতিযোগিতা চলবে।
তিনি বলেন এই ক্রীড়া প্রতিযোগিতায় অনুর্ধ ১৪,অনূর্ধ্ব ১৭এবং অনূর্ধ্ব১৯ খেলায় মোট ৫০ টির বেশি টিম এই খেলায় অংশ গ্রহন করবে।যার মধ্যে ফুটবল টিম অংশগ্রহন করছে_৩০ টা, ভলি গেমে অংশগ্রহন করছে ১০ টি টিম এবং ৪টি খো দল এই খেলায় অংশ নিচ্ছে বলে মহ ইজানুল হক জানান।তিনি বলেন বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন তরঙ্গপুর এন কে উচ্চ বিদ্যালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জয় কুমার রায়,কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি দীপা সরকার এবং কালিয়াগঞ্জ জোনাল স্কুল স্পোর্টস কমিটির সম্পাদক অমিয় কুমার সরকার।