October 23, 2024

আজ মমতা আত্রেয়ী নিয়ে বলেছেন।কাল কি তাহলে মোদি?

1 min read

তুহিন শুভ্র মন্ডল আজ সবার আগ্রহের জায়গা ছিলো বালুরঘাট ও গঙ্গারামপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা।তৃণমূল কংগ্রেস প্রার্থী নাট্য ব্যক্তিত্ব অর্পিতা ঘোষের সমর্থনে প্রথমে  বালুরঘাটে ও পরে গঙ্গারামপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে জোরালো ভাবে উঠে এলো বিজেপি বিরোধিতা।



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ভারতবর্ষ জুড়ে বিজেপির নীতিকে তুলোধনা করলেন মমতা।এন আর সি প্রসঙ্গে ভারতীয় জনতা পার্টির কাজকে বিঁধলেন তিনি।বালুরঘাটেই বিশ্ববিদ্যালয় হবে সাফ জানিয়ে দিলেন তিনি।পরিবেশপ্রেমীদের আগ্রহ ছিল আত্রেয়ী প্রসঙ্গে তিনি কিছু বলেন কিনা? একদম শেষে খুব জোরের সাথেই আত্রেয়ী নদীর জলহীনতার ইস্যু তুলে ধরেন তিনি ।তিনি বলেন যে বালুরঘাটের মানুষ জল পাচ্ছেনা।সেই ব্যাপারে বিজেপি কিছুই করেনি।মমতার এই বক্তব্য নদী ও পরিবেশপ্রেমীদের উৎসাহিত করেছে।কেননা আত্রেয়ী নদী ইস্যু হিসাবে উঠে আসুক এটা চাইছিলেন তারা।তারা এখন তাকিয়ে আছেন কালকের দিকে।আজ তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আত্রেয়ী নিয়ে।আগামীকাল কি নরেন্দ্র মোদী তার বক্তব্যে আত্রেয়ী ইস্যু তুলে আনবেন? অপেক্ষা আর কিছু সময়ের।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *