December 21, 2024

খুদে ছাত্র-ছাত্রীদের পথ অবরোধে রায়গঞ্জে

1 min read

পিয়া গুপ্তা  উত্তর দিনাজপুর  :যথেচ্ছভাবে ফেলে রাখা হয়েছে ফ্ল্যাটবাড়ি বানানোর বালি পাথর খুদে শিশুদের স্কুলের সামনের রাস্তায় দুর্ঘটনার কবলে পরছে ছাত্রছাত্রীরা স্কুলে আসার পথে স্কুলের সামনেথেকে বালি পাথরসুড়কি সরানোর দাবিতে আজ রায়গঞ্জ শহরেররমেন্দ্রপল্লীতে পথ অবরোধকরলদোলনাকেজি স্কুলের ক্ষুদে ছাত্রছাত্রী তাদের অভিভাবকেরা বিদ্যালয়ের অধ্যক্ষা শ্রাবনী দে অভিযোগ করে বলেন, এলাকার সমস্ত বাড়িঘর তৈরিরউপকরন বিদ্যালয়ের সামনে জমা করে রাখেনবাসিন্দারা বিদ্যালয়ে আসাযাওয়া করতেচরম নাজেহাল হতে হয় শিশুদের পরে থাকা বালি পাথরেহোচট খেয়ে রক্তাক্তও হয়েছে বহু শিশু এলাকার কাউন্সিলর থেকে পুরকর্তৃপক্ষ সকলকে জানিয়েও কোনও সুরাহা হয়নি তাই আজ বাধ্যহয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করতে বিদ্যালয়ের শিশুদের নিয়ে পথেইআন্দোলনে নেমেছি এই বিষয়ে এলাকার কাউন্সিলর বরুন ব্যানার্জী জানিয়েছেন, ” আমরা এলাকার বাসিন্দাদের রাস্তায় স্কুলের সামনে নির্মান সামগ্রী ফেলতে বহুবার নিষেধ করেছি কিন্তু ভোরবেলাতেই নির্মান সামগ্রী ফেলে দেওয়া হচ্ছে এই বিষয়ে এলাকার মানুষদের সচেতন করাওহয়েছে এবার রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যানের মাধ্যমে বিষয়টি সমাধান করার উদ্যোগ নেওয়া হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *