October 11, 2024

হরিরামপুর থানার পুন্ডারী গ্রাম পঞ্চায়েতের সোনাহান গ্রামে শুরু হলো সাপ্তাহিক হাট

1 min read
মামুন সরকার  (হরিরামপুর,বর্তমানের কথা:- ঃ    হরিরামপুর থানার  পুন্ডারী গ্রাম পঞ্চায়েতের সোনাহান গ্রামে শুরু হলো সাপ্তাহিক হাট  ।অনুষ্ঠানের মাধ্যম দিয়ে এই হাটের শুভ সূচনা করেন  শুভাশিস পাল জেলা পরিসদের পূর্তকর্মাধক্ষ  ,হরিরামপুরের বিডিও বাসুদেব সরকার ,এডিও মোবারক হুসেন তৃণমূল নেতা, সহ আরো অনেকে ।এই হাটটি বসানো হয় হরিরামপুরের কৃষক বাজার সোনাহানে দীর্ঘ দিন আগে এই  কৃষাণ মন্ডি তৈরি হয় ,ছয় কোটি টাকা খরচ হয় এই কৃষক বাজারে ।তাই এই বাজার কে সার্থক করতে শুভাশিস পাল, বিডিও,এডিওর সহযোগিতায়  ইস্থানীয়দের  উদ্যোগে এই হাট  বসাথে পেরেছেন তারা ।পুন্ডারী গ্রাম পঞ্চায়েতের মধ্যে ছিলো না কোনো হাট  ফলে অনেক দূরে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে যেতে হতো অনেক দূরে তাই তারা খুবই উদ্যোগী এই হাটের জন্য ।এই সর্ব প্রথম সোনাহান গ্রামে এই হাঁট বসলো প্রথম দিনেই মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো । বুধ বার দিন এই হাট বসাতে খুবি খুশি এই গ্রাম পঞ্চায়েতের মানুষেরা ।এই বিষয়ে  সোনাপাল জানান দীর্ঘ দিন ধরে এখন কার মানুষ অসুবিধের মধ্যে বাজার করছিল কিন্তু আজ তাদের মনের আসা পূরণ হলো খুব সুন্দর একটি হাট এখানে বসেছে  এবং আরো ভালো ভাবে যেন এই বাজার বসে ও এই কৃষাণ বাজার যেন চালু হয়ে যায় হরিরামপুরের মানুষ খুব খুশি এই হাত বসাতে ।ইস্থানীও বাসিন্দা মোবারক হোসেন বলেন অতনন্ত খুশি এলাকার মানুষ ছয় কোটি টাকা ব্যয় করে এই কৃষাক বাজার তৈরি করেছে আমাদের সরকার এই বাজার কে সাফল্য করতে  আমরা বুধবার দিন হাট বসিয়েছি এবং প্রথম দিনেই খুব ভিড় জমেছে প্রচুর দোকান পাট বসেছে  কেনা কাটাও খুব সুন্দর হচ্ছে আগামী দিনে আরো যেন ভালো ভাবে দোকান পাট ও কেনা কাটা হয় তার জন্য আরো উদ্যোগ নিবো আমরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *