কালিয়াগঞ্জ ব্লক থেকো যক্ষা নির্মূল করতে ব্লকের গ্রাম্য স্বাস্থ্য কর্মীদের নিয়ে সচেতনতা শিবির
1 min readতপন চক্রবর্তী-উত্তরদিনাজপুর-:- উত্তরদিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লক থেকে যক্ষা নির্মূল করতে স্বাস্থা দপ্তর ও কালিযাগঞ্জ পঞ্চায়েপঞ্চায়েত সমিতির উদ্যোগে বৃহস্পতিবার একটি যক্ষা বিষয়ক স্বাস্থা সচেতনতা শিবির অনুষ্টিত হয়।সচেতনতা শিবিরে যক্ষা রোগের প্রাথমিক লক্ষণ সম্পর্কে স্বাস্থ্য কর্মীদের অবহিত করেন জেলা স্বাস্থ্য দপ্তর থেকে আসা যক্ষা দপ্তরের এস টি এস জয়ন্ত সরকার শমিত কুমার ভৌমিক এস টি এল এস স্বাস্থ্য কর্মী মিঠুন হেমরম টি বি এইচ ভি ও রাহিলা মুর্মু সিনিয়র পি এইচ এন।স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই বৈশ বলেন কালিয়াগঞ্জ ব্লক থেকে যক্ষা রোগ নির্মূল করতে সরকার থেকে সবরকম সহযোগিতা আপনাদের করা হবে।
আজকের এই প্রশিক্ষণ থেকে আপনাদের ভালোভাবে প্রশিক্ষণ নিয়ে গ্রামে গিয়ে এই কাজ করতে হবে।দুস্থ রোগীদের পাশে গিয়ে দাঁড়াতে হবে।শিবিরে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি রুস্তম আলী।বৃহস্পতিবারের এই স্বাস্থ্য শিবিরে কালিয়াগঞ্জ ব্লকের 8টি গ্রাম পঞ্চায়েত থেকে আশা কর্মী আইসিডিস কর্মী সহ সমস্ত স্তরের স্বাস্থা কর্মীরা উপস্তিত হয়।