শিশু মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা, কোচবিহারে এমজেএন হাসপাতালে
1 min readবর্তমানের কথা[ কোচবিহার ] :– :কোচবিহার এম জেএন হাসপাতালে নবজাতক শিশুর মৃত্যুকে ঘিরেউত্তেজনা ছাড়াল। সঠিকসময়ে প্রসবেরব্যবস্থা নাকরার জন্যই শিশুটিরমৃত্যু হয়েছেবলে দাবিপরিবারের।ঘটনার পর পরিবারেরলোকেরা হাসপাতালেবিক্ষোভ দেখান। এছারাওএদিন চিকিৎগাফিলতিরআরো একটিঅভিযোগ সামনেএসেছে এমজে এনহাসপাতালের বিরুদ্ধে। এখানেওএক মহিলারমৃত শিশুরজন্ম হওয়ায়উত্তেজনা দেখাযায়।পরে পুলিশগিয়ে পরিস্থিতিনিয়ন্ত্রনে আনে।জানাগেছে রত্না বিশ্বাসনামে একসন্তান সম্ববাকেপ্রসব যন্ত্রনায়কাতর অবস্থায় কোচবিহারএমজেএন হাসপাতালেনিয়ে আসাহয়।অভিযোগ গতরাতে হাসপাতালেভর্তির পরআজ সকালে প্রসবযন্ত্রনায় চিৎকার করলেও কোনডাক্তার বানার্স তাকেদেখতে আসেনি, পরিস্থিতি খারাপ হওয়ায় হাসপাতালের বেডেইসন্তান প্রসবহয়ে যায়। পরেতারাতারি তাঁকেলেবার রুমেনিয়ে নিয়েযাওয়া হয়প্রসবের জন্য। এর পরই শিশুটিরমৃত্যু হয়। অন্যদিকেদিলপি বিবিনামে একমহিলাকে কোচবিহারএমজেএন হাসপাতালেভর্তি করাহয়েছিল, তাঁরগর্ভে একটিমৃত সন্তানছিল।
তিনিও যন্ত্রনায়ছটফট করলেওকোন নার্সকেপাওয়া যায়নি, বেডেই প্রসবহত সেইমৃত্ শিশুটির। দিলপিবিবির স্বামীমেহের আলীরঅভিযোগ, যে ভাবে কষ্ট পাচ্ছিল তাঁরস্ত্রী তাতেতাঁর জীবনহানিরআশংকা ছিল। দিলপিবিবির দেখভালেরজন্য যেআয়া রাখাহয়েছিল, সেইআয়া ঠিকমততাকে দেখভাল করেনিবলে অভিযোগকরেছেন মেহেরআলি।আয়ার বিরুদ্ধেঅভিযোগ করেছেনরত্না বিশ্বাসেরস্বামী রামচন্দ্রবিশ্বাসও, তাঁর অভিযোগ সকালে তাঁরস্ত্রী যখনযন্ত্রনায় ছটফট করছিল সেইসময় আয়াঘুমাচ্ছিল।পরে আয়াকেডেকে তুলেতাঁর স্ত্রীরঅবস্থার কথাবললেও সেইতাঁকে লেবাররুমে নিয়েযাবার কোনব্যবস্থাই করেনি। যদিও অভিযোগঅস্বীকার করেছেহাসপাতাল কতৃপক্ষ। হাসপাতালের সুপার জয়দেব বর্মন দাবীকরেছেন দুটোপ্রসুতির গর্ভেইমৃত শিশুছিল, তাতাঁদের রিপোর্টদেখেই বোঝাযাচ্ছিল।
এমজেএন