কয়লা পাচারের অভিযোগে চোপড়ায় গ্রেপ্তার বিজেপি নেতা শাহিন আখতার
1 min readরুনাক কুমার জাদভ (বর্তমানের কথা ) ঃ কয়লা পাচারের অভিযোগে চোপড়ায় গ্রেপ্তার বিজেপি নেতা শাহিন আখতার। আজ তাকে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। উল্লেখ্য গত ৬ ফেব্রুয়ারি চোপড়ায় শাহিন আখতারের নিজের জমিতেই ট্রাকে চোরাই কয়লার সাথে বালি মিশিয়ে তা পাচার করা হচ্ছিল। এই ঘটনায় সেদিনই আটজন কে গ্রেপ্তার করা হয়েছিল। তদন্তে নেমে চোপড়া থানার পুলিশ জানতে পারে এই কয়লা পাচারের সাথে যুক্ত বিজেপির জেলা কমিটির সদস্য চোপড়ার ডাকসাইটে নেতা শাহিন আখতার। গতকাল রাতে তাকে গ্রেপ্তার করে চোপড়া থানার পুলিশ। আজ তাকে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। বিজেপি নেতা শাহিন আখতারের গ্রেপ্তারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে চোপড়াসহ গোটা উত্তর দিনাজপুর জেলার রাজনৈতিক মহলে। এব্যাপারে অভিযুক্ত বিজেপি নেতা বলেন, ” আমি রাজনৈতিক চক্রান্তের শিকার। আমি ওই জায়গাটি ভাড়া দিয়েছি। আমি কয়লা পাচারের সাথে কোনওভাবেই যুক্ত নই। আমি বিজেপি দল করি বলেই আমার বিরুদ্ধে এই চক্রান্ত “।