মারুতি চাকার ধাক্কায় এবার গুরুতর জখম বাইক আরোহী।
1 min readউত্তর দিনাজপুর ইটাহার – মারুতি গাড়ির ধাক্কায় গুরুতর জখম হলেন দুই মোটর বাইক আরোহী, শুক্রবার ঘটনাটি ঘটে ইটাহার থানার মারনাই অঞ্চলের মারনাই মোর এলাকায় ৩৪নং জাতীয় সড়কে ।এদিন মালদহ মুখি একটি মোটর সাইকেল করে আনসারুল ইসলাম ও লুথফর রহমান নিজেদের মোটর সাইকেল করে ইটাহারে ব্যবসার কাজে আসছিল। কিন্ত রায়গঞ্জ মুখি একটি মারুতি গারি মোটর সাইকেল টি কে পেছন থেকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই গুরুতর জখম হন মোটরসাইকেল দুই আরোহী।ফলে স্থানীয় বাসিন্দারা আহত দের উদ্ধার করে ইটাহার ব্লক স্বাস্থ্য কেন্দ্রে আনলে গুরুতর জখম হওয়ার কারণে তাদের মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।