১২ ঘন্টার মধ্যে ফের রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে পুলিশি নিস্কৃয়তার দিকে আঙুল তুলে জাতীয় সরক অবরোধ করে বিক্ষোভ দেখায় জনতা
1 min readতন্ময় দাস, রায়গঞ্জঃ ১২ ঘন্টার মধ্যে ফের রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে পুলিশি নিস্কৃয়তার দিকে আঙুল তুলে জাতীয় সরক অবরোধ করে বিক্ষোভ দেখায় জনতা।স্থানীয় সূত্রে জানা গেছে, মোটর বাইক করে জাতীয় সড়ক দিয়ে বাড়ির দিকে যাওয়ার সময় ট্রাকের সাথে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে তরুণ শঙ্কর দাস।তার বাড়ি রায়গঞ্জের তুলসি পাড়া এলাকায়।ছুটে আসে এলাকার সাধারণ মানুষ। ঘাতক ট্রাকটি পালিয়ে গেলেও রক্তাক্ত ওই ব্যক্তিকে উদ্ধার করে তড়িঘড়ি রায়গঞ্জ হাসপাতালে পাঠায় স্থানীয়রা। এরপরেই প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ শুরু করে উত্তেজিত জনতা। পরিস্থিতি সামাল দিতে এলাকায় নামানো হয়েছে র্যাফ ও কমব্যাট ফোর্স। ঘটনাস্থলে রায়গঞ্জ থানার আইসি সহ জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। বেশ কিচুক্ষণ জাতীয় সড়ক অবরোধ করে রাখার পর পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন এলাকাবাসী।