চিতাবাঘের আতঙ্ক ছড়াল মাটিগাড়ার উত্তরায়ণ এলাকায়
1 min read
(বর্তমানের কথা) : চিতাবাঘের আতঙ্ক ছড়াল মাটিগাড়ার উত্তরায়ণ এলাকায়। জনবসতি এলাকায় ঢুকে পড়ে একটি চিতাবাঘ। স্থানীয় দু’জন চিতার হামলায় আক্রান্ত হন। ঘটনার খবর চাউর হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে এলাকায় আসেন সুকনার বন্যপ্রাণ বিভাগের কর্মীরা। পৌঁছায় মাটিগাড়া থানার পুলিশও। চিতাবাঘটির খোঁজে উপনগরী এলাকার ডি ও সি ব্লকে তল্লাশি চলছে। বনদপ্তরের তরফে ওই এলাকায় চলাচল করতে মানা করা হয়েছে। মাইকিং করে বাইরে বেরোতেও নিষেধ করা হয়েছে। বৈকুণ্ঠপুর বিভাগের এডিএফও রাহুলদেব মুখোপাধ্যায় জানান, চিতাবাঘটিকে ধরার জন্য সবরকমের চেষ্টা চালানো হচ্ছে।এদিন বিকেল সাড়ে ৪টা নাগাদ স্থানীয় বস্তির বাসিন্দা তারামণি সিংহ নামে এক মহিলাকে চিতাবাঘটি আক্রমণ করে। ঘাড়ে আঘাত পান তিনি। তাঁকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরে রমেশ চৌধুরী নামে স্থানীয় এক ব্যক্তির হাতে থাবা বসায় চিতাবাঘটি। তাঁকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।