সেফ ড্রাইভ সেভ লাইফের ব্যানার হাতে রায়গঞ্জের জেলা আদালতের উকিলবাবুরা
1 min readজয়ন্ত বোস , বর্তমানের কথা :–পঃবঙ্গ সরকারের ড্রিম প্রজেক্ট ” সেফ ড্রাইভ সেভ লাইফ ” গত ৮ই জুলাই ২০১৭সালে কলকাতার নজরুল মঞ্চে এক বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী চালু করেছিলেন তার অন্যতম কারণ দৈনন্দিন পথ দূর্ঘটনা যেভাবে বেড়ে চলেছে সেই পথ দূর্ঘটনার হাত থেকে রক্ষা পেতে পথ চলতি সকলকে সচেতন করতে এবং ট্রাফিক আইন সম্পর্কে সকলকে সজাগ করে তুলতে এই স্বপ্নের প্রকল্প . নিত্যদিন সর্বত্রই যেভাবে পথ দূর্ঘটনা বেড়েই চলেছে তার মধ্যে গত শুক্রবার ঘটে গেল রায়গঞ্জ শহরে শিলিগুড়ি মোড়ে এক মর্মান্তিক দূর্ঘটনা . বিদ্যাচক্র বিদ্যালয়ের এক দশম শ্রেণীর ছাত্রর লরির ধাক্কায় অকালে মৃত্যূ হয় . শিলিগুড়ি মোড়ে এরই প্রতিবাদে নিমেষের মধ্যে প্রতিবাদের ঝড় আছড়ে পরে . তবে সেদিন কিংবা নিত্যদিন ঘটে যাওয়া বিভিন্ন পথ দুর্ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ করা প্রতিবাদীরা সেফ ড্রাইভ সেভ লাইফ সম্পর্কে কতটুকু সচেতন আছেন এই বিষয়ে একটি প্রশ্ন থেকেই যায় . ট্রাফিক আইন সচেতনতায় সেফ ড্রাইভ সেভ লাইফের ব্যানার , পোস্টারের ভিশন ও মিশন কে প্রচারে আলোকিত করে আজকে সচেতনতা সম্পন্ন একটি রেলির আয়োজক উত্তর দিনাজপুর জেলা টিএমসি লিগ্যাল সেল. উক্ত লিগাল সেলের জেলা চেয়ারম্যান রায়গঞ্জ জেলা আদালতের আইনজীবি সরূপ বিশ্বাসের নেতৃত্বে ৬০-৭০জন আইনজীবীগণ সেফ ড্রাইভ সেভ লাইফের উপর বিভিন্ন ট্রাফিক আইন সংক্রান্ত ব্যানার পোস্টার নিয়ে সচেতন গড়ে তুলার লক্ষ্যে রায়গঞ্জ জেলা আদালত চত্তর থেকে রেলির যাত্রা শুরু হয় . বেলা ৩টায় আদালত চত্তর থেকে বের হয়ে মোহনবাটির ঘড়ি মোড় হয়ে শিলিগুড়ি মোড়ে এসে শেষ হয়. পথ চলতি মানুষের কাছে উত্তর দিনাজপুর টিএমসি লিগাল সেলের পক্ষে রায়গঞ্জ জেলা আদালতের অ্যাডভোকেটদের সংগঠিত এই সচেতনতা মূলক রেলি এক বিশেষ প্রশংসা কুড়িয়েছে , এমনকি উক্ত রেলীতে সকল অ্যাডভোকেটদের কালো প্যান্ট ও কোর্ট একটি বার্তা দিয়ে গেল বিদ্যাচক্র স্কুলের দশম শ্রেণীর ছাত্রের পথ দুর্ঘটনায় মর্মান্তিক অকাল মৃত্যুর গভীর শোকে সমাজ কতখানি ব্যাথিত ও মর্মাহত. পথ দুর্ঘটনাকে এড়াতে সকলস্তরের সকলের সহযোগীতা এবং ট্রাফিক আইনের সকল কিছুই মেনে চলার বার্তা দিলেন রেলীর অনুষ্ঠান সমাপ্তিতে টিএমসি লিগ্যাল সেলের চেয়ারম্যান তথা অ্যাডভোকেট স্বরূপ বিশ্বাস সেই সাথে উক্ত অনুষ্টানে শিলিগুড়ি মোড় ট্রাফিকস্থলে উপস্থিত ছিলেন রায়গঞ্জ ট্রাফিকের ওসি পিনাকি সরকার. সেফ ড্রাইভ সেভ লাইফের আজকের এই সচেতনতামূলক অনুষ্টানে সংক্ষিপ্ত ভাষণে সচেতনতা গড়ে তুলবার পাশাপাশি রায়গঞ্জ শহরের ট্রাফিক ব্যবস্থাকে সকলের প্রয়োজনে পথ নিরাপত্তার স্বার্থে নতুন ভাবে গড়ে তুলার এবং ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন .