এবারে পড়ুয়াদের জন্য এবার সরকারি বাসে বিশেষ ছাড় দিচ্ছে রাজ্য সরকার।
1 min readতন্ময় দাস,বর্তমানের কথা, রায়গঞ্জ : এবারে পড়ুয়াদের জন্য এবার সরকারি বাসে বিশেষ ছাড় দিচ্ছে রাজ্য সরকার। প্রাথমিক স্তর থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত পড়ুয়ারা স্মার্ট কার্ডের মাধ্যমে এই বিশেষ সুবিধা পাবেন। এবিষয়ে অতিশীঘ্রই সরকারি নির্দেশিকা জারি করতে চলেছে রাজ্যের পরিবহন দফতর।চলতি বছর এপ্রিল মাস থেকে পড়ুয়ারা সিঙ্গল ফেয়ার ডবল জার্নির সুযোগ সুবিধা পাবে।স্বাধীনতা সংগ্রামী, পার্লামেন্টের সাংসদ, বিধায়ক এবং সাংবাদিকেরা বর্তমান সরকারি বাসগুলিতে ছাড় পেয়ে থাকেন। এবার রাজ্য সরকার পড়ুয়াদের সরকারি বাসে বিশেষ ছাড় দেওয়ার উদ্যোগ নিয়েছেন। পরিবহন দফতর সূত্রে জানা গিয়েছে, পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বাসের ভাড়া সিঙ্গল ফেয়ার ডবল জার্নি হিসাবে ধার্য্য করা হবে।তবে এক্ষেত্রে পড়ুয়াদের নিজেদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে অথরাইজড লেটার সংগ্রহ করতে হবে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান মিহির গোস্বামী জানিয়েছেন,”স্মার্ট কার্ড চালু হলে পড়ুয়াদের বাসভাড়ায় বিশেষ ছাড় দেওয়া হবে। বর্তমানে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনে প্রায় ৮০০টির বেশী বাস রাস্তায় চলাচল করে। আশা করি এর ফলে পড়ুয়ারা উপকৃত হবে।”