গলা কাটা মৃতদেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য
1 min readসুরজিত বিশ্বাস নদিয়া কাঁকিনাড়া নারায়নপুর মানিকতলা এলাকায় পুকুর থেকে গলা কাটা মৃতদেহ উদ্ধার কে ঘিরেচাঞ্চল্য।মৃত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি, বয়স আনুমানিক 50 বছর ।এলাকার মানুষের বক্তব্য এই ব্যক্তিকে দুষ্কৃতীরা অন্যকোথাও খুন করে এখানে দেহ ফেলেগেছে। ঘটনাস্থলে জগদ্দল থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করেছে।