সুরজিত বিশ্বাস নদিয়া  জগদ্দল থানার অন্তর্গত রায় বাহাদুর রোড আমবাগানে রেলের একটি পরিত্যক্ত কোয়াটারে অসামাজিক কার্য্যকলাপে অভিযুক্ত কে পিটিয়ে খুন মদের আসরেএক যুবক কে অভিযোগমৃত যুবকএর নাম মনোজপ্রসাদ(৩২)এলাকার বাসিন্দাদের অভিযোগ রেলেরকোয়ার্টারে বহিরাগতদের নিয়ে মদের ঠেক বসাতোমনোজএছাড়াও এলাকার < span style="font-family: "vrinda"; font-size: 20pt; line-height: 115%;">মহিলাদের উত্যক্ত নানাঅসামাজিক কার্য্যকলাপের প্রতিবাদ করলেই ভয় দেখাতো মনোজগতকালগভীর রাতে বাবুসোনার দলবল এর সাথে  মনোজ এর দলবল এর মধ্যেঝামেলা বাদে শুরুহয় মারামারি এরপরে বাবুসোনার দলবল মনোজকে লোহার রড দিয়ে মাথায় আঘাতকরলে ঘটনাস্থলেই মারা যায় মনোজ প্রসাদ এলাকার বাসিন্দাদের অভিযোগ মনোজ প্রসাদ বহিরাগতদের নিয়ে এসে কোয়াটারের ভেতর মদ্যপান অসামাজিক কাজ করতো মেয়েদের উত্যক্ত করতোজগদ্দল থানার পুলিশ   বাবুসোনা শা, বাবুদলুই তোতনশা কে গ্রেপ্তার করেছেরেলের পরিতক্ত কোয়াটার অসামাজিক কায্যকলাপের জেরে পিটিয়ে খুন এর অভিযুক্ত বাবু সোনা শা তোটনো শা, বাবুদোলুই কে জিজ্ঞাসা বাদ করছে পুলিশপুলিশধৃতদের বিরুদ্ধে পরিকল্পিত সংঠিত খুনের মামলারজু করেছে এদেরবিরুদ্ধে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *