কালিয়াগঞ্জ পৌর এলাকার উন্নয়নের স্বার্থে শতাধিক কংগ্রেস কর্মিদের তৃনমূল কংগ্রেসে যোগদান
1 min readবর্তমানের কথা রাজ্য মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জেলা সফর করে যাবার পড় থেকে রাজ্যের সাথে নিজ নিজ এলাকার উন্নয়নের সার্থে বিভিন্ন রাজনৈতিক দল থেকে তৃনমূল কংগ্রেসে যোগদান শুরু হয়েছে।শহর থেকে শুরু করে ব্লক স্তরে সর্বত্র। উল্লেখ্য ২০১৬ সালে কংগ্রেসের দখলে থাকা কালিয়াগঞ্জ পৌরসভা তৃনমূল কংগ্রেসের দখলে আসে। এরপরে থেকে তৃনমূল কংগ্রের পৌরপ্রধান কার্তিক পালের নেতৃত্ব ও রাজ্য সরকারের সহযোগিতায় একাধিক উন্নয়ন মূলক প্রকল্প অধিগ্রহণ করা হয়েছে। যার ফল সরুপ বিভিন্ন প্রকল্পের কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই।
মূখ্যমন্ত্রী জেলা সফরে এসে ঘোষনা করেছিলেন উত্তর দিনাজপুরকে আর পিছিয়া পড়া জেলা বলা যাবে না। এখানে শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য সহ একাধিক উন্নয়ন মূলক কাজ হয়েছে। আগামীতে আরো উন্নয়ন মূলক কাজে রাজ্য সব সময়ে পাশে আছে। সেই কারনে রাজ্যের সাথে সাথে কালিয়াগঞ্জ পৌর এলাকার উন্নয়নের স্বার্থে রবিবার দুপুরে কালিয়াগঞ্জ তৃনমূল শহর কার্যালয়ে এদিন পৌর এলাকার ৯ নাম্বার ওয়ার্ডের কংগ্রেসের সভাপতি জয়ন্ত কর নেতৃত্বে শতাধিক কংগ্রেস কর্মিরা তৃনমূল কংগ্রেসে যোগদান করে। তাদের হাতে দলীয় পতাকে তুলে দেয় শহর কংগ্রেস সভাপতি জয়ন্ত কর ও ব্লক সভাপতি দধীমোহন দেবসর্মা , তৃনমূল কংগ্রেস এর কমল ঘোষ,পিন্টু মোদক. এই যোগদানের ফলে পৌর এলাকায় তৃনমূল কংগ্রেস আরো শক্তি শালি হল।