December 10, 2024

চলন্ত ট্রেনের সাথে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো দ্বাদশ শ্রেণীর এক ছাত্রের

1 min read


রাজ ভক্ত

সুরজিৎ বিশ্বাসঃ চলন্ত ট্রেনের সাথে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো দ্বাদশ শ্রেণীর এক ছাত্রের। আজ দুপুরে ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাটে। মৃত ছাত্রের নাম রাজ ভক্ত।সূত্রের খবর,নদিয়ার ধানতলার গোডাউন পাড়ার বাসিন্দা ও পূর্ন নগর হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র রাজ ভক্ত তার দুই বন্ধুর সাথে  দুপুরে রানাঘাট মিশন গেট এলাকায়  রেল লাইনে দাঁড়িয়ে সেলফি তুলছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, রানাঘাট গামী একটি ট্রেন যখন আসছিল,সেই সময় ওই তিন বন্ধু রেল লাইনের খুব কাছে চলন্ত ট্রেনের সাথে সেলফি তুলবে বলে দাড়িয়ে ছিল। সেই সেলফি তোলার সময়ই ট্রেনের সাথে ধাক্কা লাগে ওই যুবকের ও ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। অভিযোগ,এই ঘটনার পরই এলাকা ছেড়ে পালিয়ে যায় বাকি দুই বন্ধু। পরে রানাঘাট জিআরপি কে খবর দেওয়া হলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।মৃত রাজ ভক্তের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।মৃত যুবকের পলাতক দুই বন্ধুর সন্ধান শুরু করেছে পুলিশ। এটি নিছকই দুর্ঘটনা না ওই যুবককে ট্রেনের সামনে ধাক্কা দেওয়া হয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে রানাঘাট জিআরপি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *