সক্রিয় তৃণমূল কর্মী বিজেপিতেযোগদিলেন
1 min readসাজাহান সিরাজ, দঃ ২৪ পরগনা : আজ পাথরপ্রতিমা ব্লকের অন্তর্গত গোপালনগর অঞ্চলের অন্তর্ভুক্ত দুর্গাগোবিন্দপুর গ্রামের প্রাক্তন তৃণমূলের উপপ্রধান হেমন্ত জানার নেতৃত্বে চারশো জনের অধিক সক্রিয় তৃণমূল কর্মী বিজেপিতেযোগদিলেন জেলাসভাপতিঅভিজিৎদাস(ববি)যোগদানকারী দের হাতে বিজেপির পতাকা তুলে দেন।উপস্থিত ছিলেন জেলার সহ সভাপতি সুফল ঘাটু,শ্রীধর চন্দ্র বগরী,দ্বিজেন হালদার ,নীলকান্ত জানা প্রমুখ।প্রাক্তন উপপ্রধান হেমন্ত জানা বলেন ,তৃনমূলের ভিতরে অন্তরকলহ ও দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্যই তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলাম।জেলা সভাপতি অভিজিৎ দাস(ববি) বলেন,যেভাবে তৃণমূল ও সিপিএম ছেড়ে দলে দলে তাদের কর্মী সমর্থকরা বিজেপির পতাকাতলে আসছেন,তাতে এবারের পঞ্চায়েত নির্বাচনে গেরুয়া ঝড়ে বিধ্বস্ত হবে শাসক দল।