মগরাহাট থানার বাকিপুর গ্রামের অনতিদূরে এক যুবকের মৃতদেহ উদ্ধার করল পুলিশ
1 min readসাজাহান সিরাজ, দঃ ২৪ পরগনা : শনিবার ভোরে মগরাহাট থানার বাকিপুর গ্রামের অনতিদূরে এক যুবকের মৃতদেহ উদ্ধার করল পুলিশ । নাম জইরুল ঘরামি (৩৫) । পুলিশ সূত্রে জানা গেছে, মুদি ব্যবসায়ি জইরুল শুক্রবার দুপুরে দোকানের মাল কেনার জন্য ১০ হাজার টাকা নিয়ে কলকাতার বড় বাজারে যাচ্ছি বলে বাড়ি থেকে বের হন । গতরাতে বাড়ি ফেরেন না তিনি । জইরুল রাতে বাড়ি না ফেরায় তার বাড়ি লোকেরা বিভিন্ন জায়গায় খোঁজ খবর নেন । কিন্তু কোন খোঁজ পাননা তারা । শনিবার ভোরে বাকিপুর গ্রামের কাছে তার মৃতদেহ পাওয়া গেলে এলাকায় উত্তেজনা ছড়ায় । জইরুলের মা সাবিনা বিবির অভিযোগ, টাকার লোভে তাঁর ছেলেকে খুন করেছে দুষ্কৃতিরা । পুলিশ তদন্ত শুরু করলেও এখনও কেউ গ্রেপ্তার হয়নি । এলাকায় উত্তেজনা রয়েছে ।