October 7, 2024

চলো পাল্টায় স্লোগান অবশেষে ত্রিপুরায় কার্যকর করলো ভাজপা

1 min read

         
তপন চক্রবর্তীকালিয়াগঞ্জত্রিপুরার  দীর্ঘ 25 বছরের বাম যামানার অবসান ঘটালোবি জে পির চলো পাল্টায় স্লোগানের মধ্য দিয়ে ত্রিপুরা  বাসীরা শনিবার বাম শাসনের অবসান ঘটিয়েএভাবে বিজেপি 2013সালেমাত্র দেড় শতাংশ  ভোট পাওয়া  সি পি এমের মত ক্যাডার ভিত্তিক দলকে পরাজিত করে 50শতাং ভোট পেয়ে  বিজেপি ত্রিপুরার ক্ষমতা দখল করতে পারেতা বামেরা কল্পনাও করতে পারেনিমোট 60টি আসনের মধ্যে 59টি আসনের নির্বাচন হয়এর মধ্যে বিজেপি তার সহযোগী দল মিলে মোট41টি আসন দখল করে বিজেপির সহযোগী দল আই পি এস সি দল 9টি আসনে লড়ে 8টি আসন দখল করে বিজেপির ত্রিপুরা দখলের পর বিজেপির পশ্চিমবঙ্গের সভাপতি দিলীপ ঘোষ সাংবাদিকদের জানান ত্রিপুরায় বিজেপির জয়ে বামেদের চেয়েও খুব বেশি কষ্ট পেয়েছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতাবন্দ্যোপাধ্যায়দিলীপ বাবু বলেনএই জয়ের প্রভাব পশিমবঙ্গের আগামী পঞ্চায়েত নির্বাচনে যে ব্যাপক হারে পড়বে তা বলার অপেক্ষায় রাখেনা বলে দিলীপ বাবুমনে করেনত্রিপুরার ধর্ম নগরের বিশিষ্ট ব্যক্তি তথা ভোটার বিশ্বজিত ভট্টাচার্যএক প্রশ্নের উত্তরে বলেন ত্রিপুরায় যে একটা পরিবর্তনের গন্ধ বেশ কিছুদিন ধরেই পাওয়া যাচ্ছিল তা ত্রিপুরার মানুষের কথাবার্তা থেকে কিছুটা বোঝাযাচ্ছিলতবে তা যে সত্যি সত্যি ঘটে যাবে   তা অনেকেই মনে করতে পারেনি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *