বৃদ্ধ শ্বশুরকে মারধোরের প্রতিবাদ করায় বৌমার কান ছিড়লো ভাসুর
1 min readবিশ্বজিৎ মন্ডল, মালদা : বৃদ্ধ শ্বশুরকে মারধোরের প্রতিবাদ করায় বৌমার কান ছিড়লো ভাসুর। আক্রান্ত বৌমা চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার রাতে মোথাবাড়ি থানার নাথিনগর গ্রামে। অভিযুক্ত পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত মহিলার নাম, মাসুদা বিবি(২৭)। বাড়ি নাথিনগর গ্রামে। অভিযুক্ত ভাসুর আবু খাতিয়ানের বিরুদ্ধে অভিযোগ দায়ের। জানা গিয়েছে, বৃদ্ধ শ্বশুর মাজেদ আলীকে(৭০) পারিবারিক বচসার কারনে মারধোর করছিল অভিযুক্ত আবু। সেই ঘটনার প্রতিবাদ করতে গিয়ে ভাসুরের হাতে আক্রান্ত হয় বৌমা। তার বাঁ কানের দুল ছিড়ে মারধোর করে বলে অভিযোগ। রাতেই তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করে পরিজনেরা। বর্তমানে সেখানেই চলছে তার চিকিৎসা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।