তপন চক্রবর্তী ঃ উত্তরদিনাজপুর-রাজ্য সরকারের গ্রীন সিটি মিশন প্রকল্পের মাধ্যমে কালিয়াগঞ্জ পৌর শহরের ১৭ টি ওয়ার্ডের রাস্তায় শহরের নাগরিকদের রক্ষা কবচের কারনে ৭০ টি সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিল কালিয়াগঞ্জ পৌর সভা।কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান কার্তিক পাল বুধবার এক সাক্ষাৎকারে জানান বুধবার থেকে এই প্রকল্পের কাজ প্রাথমিক ভাবে শুরু করে দেওয়া হল।চেয়ারম্যান কার্তিক পাল জানান বর্তমানে নজরদারির জন্য ৭০ টি সিসি ক্যামেরা বসাতে ব্যায় হবে ৩০ লাখ টাকা।তিনি বলেন শহরের নাগরিকদের সুরক্ষার জন্য দ্বিতীয় পর্যায়ের জন্য আরো ১৩০ টি সিসি ক্যামেরা লাগানো হবে।যার জন্য ব্যয় হবে ৫০ লাখ টাকা।চেয়ারম্যান কার্তিক পাল বলেন শহরের নজরদারির কারনে এবারে দুটি কন্ট্রোল রুম তৈরি করা হবে।
যার একটি বসবে কালিয়াগঞ্জ থানায় এবং অপরটি বসানো হবে পৌরসভায়।যে দুটি কন্ট্রোল রুম তৈরি করা হবে সেখানে সবসময়ের জন্য কর্মী থাকবে।যাদের কাজই হবে কোনরকম অঘটন ঘটা মাত্র সমস্ত ঘটনাটা চেয়ারম্যান,থানার আই সি এবং ওয়ার্ড কমিশনারদের নজরে আনা।চেয়ারম্যান কার্তিক পাল বলেন কিছুদিন আগে কালিয়াগঞ্জ শহরের সুরক্ষা জনিত কারণে কালিয়াগঞ্জ থানা কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতি ,স্থানীয় বিধায়ক ও সমষ্টি উন্নয়ন আধিকারিকের উদ্যগে এই উদ্যোগ নেওয়া হলেও তা রক্ষনা বেক্ষনের অভাবে কোন কাজেই লাগেনি।কালিয়াগঞ্জ থানার উদ্যোগী আই সি বিচিত্র বিকাশ রায়,কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুনীল সাহা ,কালিয়াগঞ্জ পৌর সভার ভাইস-চেয়ারম্যান বসন্ত রায় এবং সমাজসেবী অসীম ঘোষ প্রত্যেকেই বলেন এবার শহরের নজরদারির ব্যাপারে অত্যন্ত দায়িত্ব নিয়ে সবাইকে কাজ করতে হবে।কালিয়াগঞ্জ পৌর শহরে গ্রীন সিটি মিশন প্রকল্পের মাধ্যমে শহরকে সুরক্ষিত করার চেয়ারম্যানের এই উদ্যোগকে কালিয়াগঞ্জের মানুষ সাধুবাদ জানিয়েছেন।