রাধা – কৃষ্ণ – এর প্রেম কাহিনী কিংবা লায়লা – মঞ্জু কিংবা শিরহি – ফারহাদ এর প্রেম লীলা আজ কাব্যগাথা
1 min read।
সাজাহান সিরাজ, দঃ ২৪ পরগনা, দঃ ২৪পরগনার এক কাহিনী শুনলে শিউরে উঠবেন । জয়নগরের জীবনমন্ডলের হাটের মায়াহউলি গ্রামের যুবক (২৬) পেশায় মেকানিক । জেনাটর ব্যবসা । ভালবেসে ছিল প্রতিবেশি এক ধনীর দুলালিকে । কলেজ পড়ুয়া ওই ছাত্রীটিও ততধিক ভালোবেসে ফেলেছিল মঙ্গলকে । এইভাবে চলছিল । মেয়েটির বাড়ি থেকে এব্যাপারে মঙ্গলকে সাবধান করা হয় বার বার । নিজেদের মেয়েকে শাসিয়ে কোন ফল হচ্ছিলনা । এরই মধ্যে দুজনে বাড়ি থেকে পালিয়ে যায় । শেষে মেয়ের বাড়ি থেকে যুবকের সঙ্গে ফোনে যোগাযোগ করা হয় । বলা হয়, ফিরে এলে দুজনের চার হাত এক করে দেওয়া হবে । এটা যে শ্রেফ মিথ্যা প্রতিশ্রুতি বুঝতে পারেনি প্রেমে বিভোর যুবক যুবতি । আজ সকালে সোজা থানায় গিয়ে আত্মসমর্পণ করার সিদ্ধান্ত নিয়ে থানায় যাচ্ছিল ওরা । পথি মধ্যে দুজনকে তুলে নিয়ে যায় মেয়ের বাবার গুণ্ডা বাহিনী । মঙ্গল গণপিটুনির শিকার হয় । তার হাত পা মেরে ভেঙে দেওয়া হয় । বাঁশের সরু কঞ্চি দিয়ে নৃশংসভাবে তার দু- চোখ খুঁচিয়ে দেওয়া হয় যাতে সে আর পৃথিবীর আলো আর না দেখতে পায় । পা ভেঙে দেওয়া হয় যাতে সে আর হাঁটতে না পরে । মঙ্গলকে আশংকাজনকভাবে উদ্ধার করে প্রথমে তাকে নিমপীঠ ব্লক হাসপাতালে ভর্তি করে গ্রামবাসীরা । অবস্হার অবনতি হওয়ায় তাকে চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালে স্হানানতরিত করা হয় । পুলিশ এই ঘটনায় গ্রাম থেকে ১০জনকে তুলে আনলেও এদের মধ্যে ৫ জনকে গ্রেপ্তার করেছে । শুক্রবার তাদের বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে ।