Skip to content
বর্তমানের কথা উত্তরদিনাজপুর– বাস চলবে মাধ্যমিক ও মাদ্রাসা পরীক্ষার দিনগুলিতে গ্রামাঞ্চলের বিভিন্ন পকেট রুটেও । এজন্য পরিবর্তন করা হচ্ছে কিছু বাসের রুটও । গতকাল উত্তর দিনাজপুর জেলা পরিবহণ দপ্তরের আধিকারিকরা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা সহ বেসরকারি বাস ও ছোট গাড়ি ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন ইসলামপুরে । কোন কোন এলাকায় বাস চালানোরদরকাররয়েছেসেসংক্রান্তবিষয়েআগেইপর্ষদথেকেপ্রশাসনকেজানানোহয়েছিল। উত্তর দিনাজপুরের
আঞ্চলিক পরিবহণ আধিকারিক লরেন্ট সিকলিং বলেন, পরীক্ষা শুরুর দু’ঘণ্টা আগে এবং পরীক্ষা শেষ হওয়ার এক ঘণ্টা পর পর্যন্ত পকেট রুটগুলিতেও বাস, ছোট গাড়ি চালানো যায় কি না সেবিষয়ে এদিন আলোচনা হয়। ইউনিয়নগুলি বাস, ছোট গাড়ি চালাবে বলে জানিয়েছে। নিয়মিত রুট থেকে বাস তুলে নিলে যাতে যাত্রীদের অসুবিধা না হয় সেটাও আমরা দেখছি। এজন্য বিকল্প ব্যবস্থাকরাহবে। ইসলামপুরের পর্ষদ নমিনি সদস্য সঞ্জয়চন্দ্র দাস বলেন, জেলা পরিবহণ দপ্তরে আমরা আগেই রোড চার্ট দিয়েছি। রায়গঞ্জ থেকে চূড়ামন, হরিরামপুর, শিবরামপুর সহ বিভিন্ন রুটে বাস, ছোট গাড়ি দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। প্রসঙ্গত, ১২ মার্চ থেকে এবছর মাধ্যমিক ও মাদ্রাসা পরীক্ষা শুরু হচ্ছে।এনবিএসটিসি’র ইসলামপুরের ডিপো ইনচার্জ আশুতোষ দে বলেন এখন আমাদের ডিপো থেকে সাতটি বাস বিভিন্ন রুটে চলে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য চারটি বাস দেওয়া হচ্ছে। পরীক্ষার ক’দিন কয়েকটি নিয়মিত রুটে আমাদের বাস চালানো বন্ধ রাখতে হবে। ইসলামপুর প্রাইভেট মোটর্স ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক জয়ন্ত শেঠ বলেন, পরীক্ষার জন্য পকেট রুটগুলিতে আমরা কয়েকটি বাস চালাব। ছোট গাড়ি চালকরাও জানিয়েছেন, পরীক্ষার্থীদের সুবিধার্তে বিভিন্ন গ্রামেও গাড়ি যাবে।