উত্তর দিনাজপুর জেলার এনফোর্সমেন্ট বিভাগ বড় সর সাফল্য পেল
1 min readউত্তর দিনাজপুর জেলার এনফোর্সমেন্ট বিভাগ বড় সর সাফল্য পেল । উদ্ধার হল ১৬ ব্যাড়েল কেরোশিন তেল চাকুলিয়ার কানকি থেকে । চাকুলিয়া থানার কানকির নয়ানগরের সুরেশ প্রসাদ সা এর বাড়ি থেকে ১৬ ব্যাড়েলে ৩০৯০ লিটার অবৈধ কেরোশিন তেল উদ্ধার করল জেলা এনফোর্স মেন্ট বিভাগ। জানা জায় জেলা এনফোর্সমেন্ট বিভাগের আধিকারিক পরান মন্ডল সুরেশ প্রসাদ সা এর বাড়িতে হানা দিয়ে ১৬ ব্যারেল কেরোশিন তেল উধার কর লেও বাড়ির মালিক সুরেশ প্রসাদ গা ঢাকা দিতে সক্ষম হয়েছে।এই অবৈধ তেল কারবাড়ির সঙ্গে স্থানীয় রেশন ডিলারদের যোগাযোগ রয়েছে কিনা তা পুলিশ খতিয়ে দেখছে।