গৌড় বঙ্গের তিন জেলার বিজে পি কর্মীদের নিয়ে বৈঠক করতে কেন্দ্রীয় নেতা বিজয় কৈলাশ বর্গীয় ও মুকুল
1 min readতপন চক্রবর্তী-উত্তরদিনাজপুর-আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে পাখীর চোখ মনে করে শাসক দলের সাথে পাঞ্জা লড়তে গৌড়বঙ্গের তিন জেলার নেতা কর্মীদের নিয়ে রণ কৌশল ঠিক করতে খুব শীঘ্রই বালুরঘাটে হতে চলেছে
বিজেপির বড় মাপের সভা।দক্ষিণ দিনাজপুর জেলার বিজেপির এই সভায় আসছেন কেন্দ্রীয় নেতা বিজয় কৈলাস বর্গীয় ও মুকুল রায় ।জেলা সভাপতি শুভেন্দু সরকার এক সাক্ষাৎকারে বলেন এবারের পঞ্চায়েত নির্বাচন তাদের কাছে একটা বড়সড় চ্যালেঞ্জ বলা যেতে পারে।সেই কারণেই এবারের নির্বাচনে গৌড় বঙ্গের তিন জেলাতে কিভাবে আশাতীত ফল পঞ্চায়েত নির্বাচনে করা যায় এ সব নিয়েই আলোচনা হবে। বিজেপির জেলা সভাপতি শুভেন্দু সরকার বলেন আসন্ন এই কর্মী সভা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েচে তিন জেলার নেতাকর্মীদের মধ ব্যাপক তৎপরতা।জানা যায় এই দুই বড়মাপের নেতাদের সাথে উপস্থিত থাকবেন বিজেপিরF রাজ্য নেতা প্রতাপ চ্যাটার্জী,সমীক লাহিড়ী,স্বাধীন সরকার,রথীন্দ্রনাথ বোস সহ বিজেপির বিশিষ্ট নেতা ও নেতৃগণ।