ফুডার স্ক্যামের চতুর্থ মামলাতেও দোষী সাব্যস্ত লালু
1 min readপ্রীতম সাঁতরা : চতুর্থ পশুখাদ্য কেলেঙ্কারি মামলাতেও দোষী সাব্যস্ত হলেন লালু প্রসাদ যাদব। ফুডার স্ক্যামের ৫ টি মামলার ৩ টিতে ইতিমধ্যে দোষী সাব্যস্ত হয়েছিলেন তিনি। এবার চতুর্থ মামলাতেও দোষী সাব্যস্ত হলেন আরজেডি সুপ্রিমো। চতুর্থ মামলাতে তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল দুমকা ট্রেজারি থেকে ৩.১৩ কোটি টাকা তছরুপ করার। মামালার রায় ঘোষণা হয়েছে রাঁচি সিবিআইয়ের বিশেষ আদালতে। যদিও এদিনের মামলায় ছাড় পেয়েছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্র। যদিও আগের মতই এবারও বিজেপি চক্রান্তের অভিযোগ তোলা হয়েছে আরজেডির পক্ষ থে
কে।