December 21, 2024

যতই ইশ্বরীয় ঙ্গান মানুষ অর্জন করবে ততই নিজের উপর মানুষ ঙ্গান অর্জন করতে পারবেন

1 min read

শঙ্কর গুপ্তা।বর্তমানের কথা। কালিয়াগঞ্জ :- যতই ইশ্বরীয় ঙ্গান মানুষ অর্জন  করবে ততই মানুষ নিজেকে শুধ্য করনের মধ্যে দিয়ে নিজের উপর স্বাধীনতা লাভ করতে পারবেন।এক সাক্ষাৎকারে এ কথা জানালেন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের প্রজাপিতা ব্রম্ভাকুমারী ইশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের কালিয়াগঞ্জের দায়িত্বপ্রাপ্ত ব্রম্ভা কুমার নকুল।
তাই ব্রম্ভা কুমার নকুল বলেন  বর্তমানে সমাজে মানুষের মধ্যে ক্রোধ,হিংসা,কাম অহংকার ভীষনভাবে বেড়ে যাবার জন্য সমাজে নানা রকম অপরাধ প্রতিনিয়ত সংঘটিত হচ্ছে ও তার বৃদ্ধি পাচ্ছে।তাই আগামী দিনে একমাত্র ইশ্বরীয় প্রজাপিতা ব্রম্ভাকুমারী বিশ্ববিদ্যালয় তার কাজ কমের মধ্যে দিয়ে প্রকৃত মানুষ হিসাবে বেচে থাকতে গেল একজন মানুষের ঐশ্বরিয় ধ্যান ধারনা থাকা অত্যন্ত জরুরী।
 তাই তা জানতে আগ্রহী হয়ে কালিয়াগঞ্জে স্থাপিত তাদের বিশ্ববিদ্যালয়ে অনেকেই আসছেন ইশ্বরিয় সম্পকীয় নানাবিধ অন্ধকার থেকে আলোর সন্ধান পেতে।ব্রম্ভা কুমার নকুল আরো বলেন যখন যখন ধম গ্লানী হয় তখন পরমপিতা পরম আত্মা সৃষ্টিতে আসেন সাধারন মনুষ্যতনাকে আধার করে তার দিব্য কতব্য করেন।অসাধুদের বিনাশ করে দৈবী ধম স্থাপন করেন।
তিনি আরো বলেন আমাদের দেশ স্বাধীন হয়েছে ঠিক ই কিন্তু আমরা এখন ও নিজের কমের উপড় ই পরাধীন।আমরা নিজেদের সংস্কারের উপড়ে পরাধীন।
আমরা ৭১ বছর হয়ে গেল  স্বাধীনতা পেয়েছি তা সত্বেও অশান্তি, দুঃখ, হতাশা,মানসিক রোগ,অত্মহত্যার প্রবনতা দিনে দিনে বেড়েই চলছে।এই সমস্যা শুধুমাত্র আমাদের দেশই নয় সারা বিশ্বের এটা সমস্যা।আজ আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের দোরগড়ায় দাড়িয়ে আছি। আমরা শান্তি সন্মেলন করছি,পুরুস্কার দিচ্ছি, ভ্রষ্টাচার মেটানোর চেষ্টা করছি।কিন্তু কতটুকু সফল  হয়েছি?  এটা বিশ্ববাসীর কাছে প্রশ্ন।তাই তার সকলের।প্রতি আবেদন কালিয়াগঞ্জের প্রজাপিতা ব্রম্ভাকুমারী ইশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের উদ্দ্যেগে যে বিনামুল্যে ৭ দিনের যে রাজ যোগ শিখে নিজের আনন্দময় দু;শ্চিন্তা হীন জীবন উপভোগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *