October 7, 2024

রামপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অপরিকল্পিত ভাবে অঙ্গনওয়াড়ী কেন্দ্র নির্মানের বিরুদ্ধে সরব

1 min read
ইসলামপুর  রামপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অপরিকল্পিত ভাবে অঙ্গনওয়াড়ী কেন্দ্র নির্মানের বিরুদ্ধে সরব হয়েছে ইসলামপুর ব্লকের গাইসাল-২ গ্রাম পঞ্চায়েতের রামপুর এলাকার বাসিন্দারা। এই মর্মে গ্রামবাসীরা ইসলামপুরের অবর বিদ্যালয় পরিদর্শকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে।পাশাপাশি ইসলামপুরের বিডিও,বিধায়ক, ও ইসলামপুর থানার আইসির কাছেও অভিযোগের প্রতিলিপি পাঠিয়েছেন।জানা গিয়েছে, ইসলামপুর ব্লকের গাইসাক-২ গ্রাম পঞ্চায়েতের রামপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অপরিকল্পিত ভাবে স্কুলের মুখে অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণ শুরু করা হয়েছে।এছাড়াও নির্মাণকার্যে নিম্নমানের সামগ্রীর ব্যবহারের অভিযোগ গ্রামবাসীদের।সম্প্রতি ওই নির্মাণকার্য গ্রামবাসীরা আটকে দিয়েছিলেন।কিন্তুু ঠিক তার পরের দিন সেই নির্মান কাজ আবার শুরু হলে গ্রামবাসীরা একত্রিত হয়ে সংশ্লিষ্ঠ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ জানিয়েছেন।রামপুর এলাকার বাসীন্দা মনোজ সাহা বলেন,প্রাথমিক স্কুলের সামনে অপরিকল্পিত ভাবে অঙ্গনওয়ারি কেন্দ্র নির্মাণ শুরু হয়েছে।স্কুলের পিছনে অনেক জায়গা রয়েছে।কিন্তুু স্কুলের মুখ বন্ধ করে কাজ শুরু করা হয়েছে।এছাড়াও নিম্ন মানের সামগ্রী দিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নির্মাণ চলচ্ছে যা খুবই বিপজ্জনক। আমরা সংশ্লিষ্ট সমস্ত দপ্তরে লিখিত অভিযোগ জানিয়েছি।রামপুর কলোনী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন মন্ডল বলেন,স্কুলের কাজ আমার আয়ত্তে নেই।বিডিও, স্কুলের এসআই, ইন্জিনিয়ার এরাই করেন।একদিন স্কুলের মধ্যে ইন্জিনিয়ার এসে আমাকে বলেন যে আপনার স্কুলে একটি বিলডিং হবে।আমি বলেছি ঠিক আছে বিলডিং তৈরী করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *