কালিয়াগঞ্জের (এ ডি বি)শাখা স্বয়ম্ভর গোষ্ঠীদের একবছর ধরে ঋণ না দেওয়ায় ব্যাঙ্কের ম্যানেজারকে ঘেরাও করলো-সাংবাদিকদের সাথে চরম দুর্ব্যবহার করেনএ ডি বি শাখার ম্যানেজার উত্তম রায়চৌধুরী
1 min readতপন চক্রবর্তী–উত্তরদিনাজপুর-দীর্ঘ একবছর ধরে কালিয়াগঞ্জ ব্লকের ৫টি অঞ্চলের আনুমানিক ৯০টি শ্বয়ম্ভর গোষ্ঠীর সদস্যদের কালিয়াগঞ্জ এস বি আই (এ ডি বি) শাখা ব্যাংক ঋণ না দেওয়ায় বৃহস্পতিবার ব্যাঙ্কের ভেতরে শ্বয়ম্ভর গোষ্ঠীর মহিলারা ম্যানেজারকে অবিলম্বে ঋণ দেবার দাবিতে বিক্ষোভ দেখায়।
শ্বয়ম্ভর গোষ্ঠীর চিৎকার চেঁচামেচির ফলে ব্যাঙ্কের প্রাত্যহিক কাজকর্ম প্রচণ্ডভাবে ব্যাহত হয় বলে জানা যায়।স্বয়ম্ভর গোষ্ঠীর নেত্রী সুলেখা সরকার এবং চন্দনা ঘোষ জানান গত এপ্রিল মাসে থেকে এই ব্যাঙ্ক নানান রকম কারণ দেখিয়ে শ্বয়ম্ভর গোষ্ঠীর মহিলাদের ব্যাংক থেকে ঋণ দিতে টালবাহানা করে চলেছে।আমরা বাধ্য হয়ে বৃহস্পতিবার ব্যাঙ্কের ম্যানেজার উত্তম রায়চৌধুরীর সাথে দেখা করতে গেলে তিনি আমাদের সাথে কোন কথা বলবেন না বলে জানিয়ে দেন।
ফলে গ্রাম থেকে আসা শ্বয়ম্ভর গোষ্ঠীর সদস্যরা ক্ষিপ্ত হয়ে ওঠে।সাংবাদিকরা ব্রাঞ্চ ম্যানেজারের সাথে কথা বলতে চাইলে সাংবাদিকদের সাথে কোন কথা বলবেন না বলে জানিয়ে দেন।সাংবাদিকদের সাথে এই নিয়ে ব্রাঞ্চ ম্যানে জারের বেশ কিছুক্ষণ বচসা হয়।তিনি সাংবাদিকদের সাথে চরম দুর্ব্যবহার করে থাকেন।শ্বয়ম্ভর গোষ্ঠীর সুপারভাইজার ঋতুমিতা রায় সাংবাদিকদের বলেন কালিয়াগঞ্জ ব্লকের অন্যান্য ব্যাংকগুলো শ্বয়ম্ভর গোষ্ঠীর মহিলাদের ব্যাঙ্কের ঋণ দিলেও স্টেট ব্যাংকের কালিয়াগঞ্জ এ ডি বি শাখার ম্যানেজার তাদের ঋণ দিতে এক বছর ধরে ঘুBরিয়ে যাচ্ছে।ফলে শ্বয়ম্ভর গোষ্ঠীর সদস্যারা কোন কাজ করতে পারছেনা। কালিয়াগঞ্জ এস বি আই এর এ ডি বি শাখায় শ্বয়ম্ভর গোষ্ঠীর মহিলাদের দ্বারা ব্যাংকে বিক্ষোভের খবর পেয়ে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই বৈশ্য ব্যাঙ্কে ছুটে এসে ম্যানেজারের সাথে বৈঠক করেন বলে জানা যায়।নিতাই বৈশ্য জানান মার্চ
মাসের মধ্যে শ্বয়ম্ভর গোষ্ঠীদের ঋণ দেবার জন্য রাজি হয়েছেন বলে জানান।নিটাইবাবু বলেন তিনি সমস্ত ঘটনা হেলা শাসক আয়েশা রানী এ কে জানালে তিনি ব্যাপার টি দেখবেন বলে জানান
মাসের মধ্যে শ্বয়ম্ভর গোষ্ঠীদের ঋণ দেবার জন্য রাজি হয়েছেন বলে জানান।নিটাইবাবু বলেন তিনি সমস্ত ঘটনা হেলা শাসক আয়েশা রানী এ কে জানালে তিনি ব্যাপার টি দেখবেন বলে জানান