ইসলামপুর:বিশ্ব জল দিবসে গ্রামবাসীদের নিয়ে পরিশ্রুত পানীও জল সচেতনতা শিবির করলো ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স এসোসিয়েসন
1 min readরৌনক যাদব ইসলামপুর:বিশ্ব জল দিবসে গ্রামবাসীদের নিয়ে পরিশ্রুত পানীও জল সচেতনতা শিবির করলো ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স এসোসিয়েসন।শুক্রবার ইসলামপুর ব্লকের বিভিন্ন গ্রামীন এলাকা গুলিতে সাধারণ মানুষদের তারা সংশ্লিষ্ট বিষয়ে সচেতন করেন বলে জানান সংস্থার সম্পাদক গোবিন্দ অধিকারী।তিনি বলেন এদিন স্থানীয় একটি বিএড কলেজের ছাত্র ছাত্রীদের নিয়ে গুঞ্জরিয়া গ্রাম পঞ্চায়েতের অলিগঞ্জ এলাকার বাসিন্দাদের সচেতন করা হয়।