মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েত অধিন হাটপাড়ায় মহিলা তৃনমূল কংগ্রেসের ডাকে একটি সভার আয়োজন
1 min readআগামী পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের মহিলা মূখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে প্রতিটি গ্রামের বাড়ির মহিলাদের ভূমিকা অতুলনীয়। পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েত অধিন হাটপাড়ায় মহিলা তৃনমূল কংগ্রেসের ডাকে একটি সভার আয়োজন করা হয় এদিনের সভায় উপস্থিত ছিলেন তৃনমূল ব্লক সভাপতি দধীমোহন দেবসর্মা, পঞ্চায়েত সমিতির সহকারি সভাপতি রুস্তম আলী,মহিলা ব্লক সভানেত্রী অর্নপূর্না চৌধূরী, মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের প্রধান মিরা মিশ্র সহ অন্যনরা। রাজ্যেরর মহিলা মূখ্যমন্ত্রী তথা তৃনমূল নেত্রী মমতা বন্ধ্যোপাধ্যায় যেভাবে পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে চলেছেন।আর রাজ্যের মানুষের উন্নয়নের জন্য যে সব জনমূখি প্রকল্প গ্রহণ করেছে।সেই কারনে রাজ্যের সাথে কালিয়াগঞ্জ ব্লকের প্রতিটি অঞ্চলকে তৃনমূল প্রার্থিদের জয় যুক্ত করতে হবে।সেই কারনে তৃনমূল মহিলাদের ভূমিকা অতুলনীয় বলে বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত বক্তারা তা তুলে ধরেন।
এদিন তৃনমূল ব্লক সভাপতি দধীমোহন দেবসর্মা বলেন, আমাদের রাজ্যে মহিলা মূখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায় যেভাবে অক্লান্ত পরিশ্রম করে বাংলাকে এগিয়ে নিয়ে চলেছে।তার হাত শক্ত করতে আগামী পঞ্চায়েত নির্বাচনে মহিলাদের ভূমিকা অতুলনীয়। তাই পঞ্চায়েত নির্বাচনে তৃনমূল মহিলা কর্মিদের বাড়ি বাড়ি গিয়ে তৃনমূল প্রার্থিদের ভোট দিতে হবে, আর কি কারনে ভোট দিবে তা তুলে ধরতে।তার আজ মহিলাদের নিয়ে সভার আয়োজন করা হয়।