ঝাড়গ্রাম জেলায় দুদিন ব্যাপি বনবান্ধব উৎসবের শুভারম্ভ
1 min read শ্যাম ব্যানার্জী ঝাড়গ্রাম জেলায় দুদিন ব্যাপি বন বান্ধব উৎসব ২০১৮ গড় শালবনী ফুটবল ময়দানে অনুষ্টিত হয় lএই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী চূড়ামনী মাহাত ও বিধায়ক ডা: সুকুমার হাঁসদা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে l
২৪ ও ২৫ শে মার্চ দুদিন ব্যাপি এই বন বান্ধব উৎসব ২০১৮ চলবে lএবারের এই দুদিন ব্যাপি ব্নবান্ধব উৎসব ঝাড়গ্রাম বন বিভাগ ও খড়গপুর বন বিভাগ এই দুই বনবিভাগ উদ্যোগে হচ্ছে l
আজকের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্হিত ছিলেন রাজ্যের মন্ত্রী চূড়ামনী মাহাত,বিধায়ক ডা: সুকুমার হাঁসদা ,বন দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য বনপাল সাধারন সিদ্বার্থ বারারী ,মুখ্যবনপাল পশ্চিম চক্র শক্তি শঙ্কর দে , ঝাড়গ্রাম পৌরসভার পৌরপিতা শিবেন্দ্র বিজয় মল্লদেব প্রমুখl