উত্তরদিনাজপুর জেলায় পুকুরে মৎস চাষে উদ্যগী মৎস দপ্তর
1 min read, –
তপন চক্রবর্তী—উত্তরদিনাজপুর–উত্তরদিনাজপুর জেলারমৎস দপ্তরের উদ্যগে জেলার সংস্কার করাছোট বড় জলাশয়ে জেলা মৎসদপ্তর মাছ চাষেরউদ্যগ নিল।
জেলার মৎসদপ্তরের আধিকারিক দেবাশীষ ব্যানার্জি জানান উত্তরদিনাজপুর জেলায় ১০০দিনের প্রকল্পের মাধ্যমে জল ধরো জল ভর কর্মসূচির মাধ্যমে প্রচুর জলাশয় সংস্কার করা হয়েছে। সেই সমস্ত জলাশয়ের মধ্য থেকে ৬০০জলাশযকে বেছে নেবারকাজ চলছে।তিনি বলেন৬০০জলাশয়ের মোট জমিরপরিমান৮০ হেক্টর।
মৎস আধিকারিক দেবাসিসবাবু বলেন এই সমস্ত জলাশয়ে যে সমস্ত মৎস চাষীরা মৎস চাষ করবেনসরকারের জেলা মৎসদপ্তর থেকে বিনামূল্যে মাছের চারা পোনাও মাছের খাবারদাবার ব্যবস্থা করাহবে।এক প্রশ্নের উত্তরে মৎস আধিকারিক জানানএই সমস্ত জলাশয়ে রুই,মৃগেল,কাতলাসহ বিভিন্ন ধরনেরমাছ চাষ করাহবে বলে জানান।জানাযায় এই মৎস প্রকল্পে উত্তরদিনাজপুর জেলায় মোট আনুমানিক ব্যয় হবে ৭০ লক্ষ টাকা।মৎস দপ্তরথেকে আরো জানাযায় যে সমস্ত জলাশয়ে এই মাছ চাষ হবেসেই জলাশয়ের জল চাষের কাজেও ব্যবহার করা হবে।