বিধায়াক তহবিলের বরাদ্দকৃত উচ্চ বিদ্যালয়ে জেনারাটর প্রদান করা হল সমসপুর উচ্চ বিদ্যালয়ে
1 min readরাজু দে ,গ্রামগঞ্জের বিদ্যালয়গুলিতে ছাত্র–ছাত্রীদের সুবিদার্থে বিধায়াক তহবিলেরবরাদ্দকৃত উচ্চ বিদ্যালয়ে জেনারাটর প্রদানকরা হল।
সোমবারদুপুরে উত্তরদিনাজপুর জেলারহেমতাবাদের বিধায়ক দেবেন্দ্র নাথ রায়সমসপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও পরিচালনসমিতির সদস্যদেরউপস্থিতিতে এই কর্মসূচীটি অনুষ্ঠিত হয়। এদিনসিপিএম বিধায়কজেনেরাটরটি চালু করে জেনেরাটরটি উদ্বোধনকরেন।
জানা গেছেবিধায়ক তহবিলেরচার লক্ষটাকা বরাদ্দকৃতঅর্থে ডিজেলচালিত কুড়িকেভির এইজেনেরাটরটি উপস্থাপন করা হয়।বিধায়ক ছাড়াউপস্থিত ছিলেন সমসপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্য রঞ্জনঘোষ, বিদ্যালয়পরিচালন সমিতিরসভাপতি সামসুররহমান রাজা, পরিচালন সমিতিরসদস্য মোহাম্মদমিঠু আবুলকালাম, খুরশিদআলম, বাপ্পাদাস সহঅন্যান্যরা।এদিন সিপিএম বিধায়কদেবেন্দ্র নাথ রায় বলেন বিধায়কতহবিল থেকে হেমতাবাদ ব্লকেরতিনটি উচ্চবিদ্যালয়ে ও হেমতাবাদ ব্লক প্রাথমিকস্বাস্থ্য কেন্দ্রে একটি জেনেরাটর বসানোহয়েছে।তবে আজসমসপুর উচ্চবিদ্যালয়ে প্রদান করা জেনেরাটরটির শুভউদ্বোধন করাহল।