ঝাড়গ্রাম,জেলা পুলিশের এক প্রয়াস —মিশন ১০০০
1 min readশ্যাম ব্যানার্জী :ঝাড়গ্রাম জেলার খেলা ধুলার উন্নতিকল্পে জেলা পুলিশের এক প্রয়াস মিশন ১০০০ প্লাস lসৌজন্যে সহযোগিতাই যুব কল্যান ও ক্রীয়া দপ্তর l
এই অনুষ্ঠানের স্লোগান মানুষের সাথে মানুষের পাশেlএই অনুষ্ঠানে উপস্হিত ছিলেন রাজ্যের অনগ্রসর শ্রেনী কল্যান মন্ত্রী চূড়ামনী মাহাত ,জেলা শাসক আর অর্জুন ,জেলা পুলিশ সুুপার অমিত কুমার ভরত রাথোড,জেলা সভাপতি অজিত মাইতি ,জেলা সভাধিপতি সামায় মান্ডি ,ঝাড়গ্রামের বিধায়ক ডাঃ সুকুমার হাঁসদা ,নয়াগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি উজ্বল দত্ত পৌরসভার পৌরপিতা শিবেন্দ্র বিজয় মল্লদেব, প্রমুখ l
রোড কানেক্টিভিটি ও রুরাল রোড কানেক্টিভিটিতে প্রথম আছে আমার ওয়েষ্ট বেঙ্গল আমি ছাতি ঠুকে সব জায়গায় বলতে পারি এমনটাই জানালেন ঝাড়গ্রামের পুলিশ সুপার অমিত কুমার রাঠোর।ঝাড়গ্রাম জেলার খেলা ধুলার উন্নতিকল্পে
জেলা পুলিশের এক প্রয়াস মিশন ১০০০ প্লাস ।এই অনুষ্ঠানের স্লোগান মানুষের সাথে মানুষের পাশেজেলার ৩৭ টি বিভিন্ন ক্লাব কে খেলার সরন্জাম তুলে দেন অনুষ্ঠানে উপস্হিত গুনীমানুষ জন l