November 13, 2024

হলদিয়া থেকে প্রকাশিত তকমিনা পত্রিকাকে শ্রেষ্ঠ লিটল ম্যাগাজিন হিসেবে পুরস্কৃত করল কোচবিহারের 'তোর্ষা সাহিত্য সংস্হা'

1 min read
তন্ময় চক্রবত্তী ঃ শিল্পশহর হলদিয়া থেকে প্রকাশিত তকমিনা পত্রিকাকে শ্রেষ্ঠ লিটল ম্যাগাজিন হিসেবে পুরস্কৃত করল কোচবিহারের তোর্ষা সাহিত্য সংস্হা। 

২৪ মার্চ শনিবার কোচবিহার রাজবাড়ি পার্ক সংলগ্ন ময়দানে আয়োজিত দুইদিনের চতুর্থ বার্ষিক লিটল ম্যাগাজিন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে পত্রিকার সম্পাদক নরেশ দাসকে সম্বর্ধিত করা হয়। তাঁর হাতে স্মারক ও মানপত্র তুলে দেন মেলার উদ্বোধক বিশিষ্ট কবি ভবানীপ্রসাদ মজুমদার। 

 অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ ও কবি পার্থপ্রতীম রায়, বিশেষ অতিথি ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। অনুষ্ঠানে উপস্হিত ছিলেন সংস্থার সভাপতি ভাষ্করজ্যোতি দত্ত, সম্পাদক ডাঃ মানস চক্রবর্তী প্রমুখ।সংবাদ ও সাহিত্য পাক্ষিক তকমিনা বত্রিশ বছরে পা দেবে আগামী ৩১ মার্চ, ২০১৮। 

সম্পাদক নরেশ দাস এই সম্মাননা তকমিনার সমস্ত কবি, লেখক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের উদ্দেশ্যে নিবেদন করা হলো বলে জানান।ইতিপূর্বে একুশের ভাষা দিবস উপলক্ষে উপমা ও খোলাচিঠির পক্ষ থেকে ঢাকার বিশ্ব সাহিত্য কেন্দ্রে  আন্তর্জাতিক কবিতা উৎসব-2018′-তে সংবর্ধিত করা হয় নরেশবাবুকে।

 নরেশ দাসের হাতে স্মারক তুলে দেন কবি আসলাম সানী।নরেশ দাস আশির দশকের একজন প্রতিষ্ঠিত কবি। তাঁর দশটি কাব্যগ্রন্থ রয়েছে।

6 thoughts on “হলদিয়া থেকে প্রকাশিত তকমিনা পত্রিকাকে শ্রেষ্ঠ লিটল ম্যাগাজিন হিসেবে পুরস্কৃত করল কোচবিহারের 'তোর্ষা সাহিত্য সংস্হা'

  1. There is also a coupon system on Cialis websites, which allows online Cialis users to purchase an additional Cialis product free if they use the Cialis voucher code buy priligy Currently, we offer brand name Cialis from 958 per month and generic tadalafil from just 82 per month as part of our range of erectile dysfunction treatments

  2. After more than two years of forbearance, Lei Dexiang chose to fight, or to confront Wang Pu head on, criticizing his words and deeds, and hindering his work cialis on line Been talking these pills for about 3 weeks now, hoping they would finally help me

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *