January 16, 2025

পোশাক খুলে তল্লাশি মার্কিন বিমানবন্দরে পাক প্রধানমন্ত্রীকে!

পাক প্রধানমন্ত্রী শাহিদ খাকন আব্বাসিকে মার্কিন বিমানবন্দরে কাপড় খুলিয়ে তল্লাশি করা হল পাক সংবাদমাধ্যম এই ঘটনার জেরে  প্রতিবাদে সোচ্চার হয়েছে ।পাক প্রধানমন্ত্রী  কে দেখা যাচ্ছে  ভিডিওটিতে নিজের পোশাক ব্যাগ হাতে নিয়ে বিমানবন্দর ছাড়ছেন
এমনিতেই মার্কিন বিমানবন্দরে কড়া তল্লাশির মুখে পড়তে হয় পাকিস্তানি নাগরিকদের। তন্নতন্ন করে তল্লাশির পর তাদের মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেয় সেদেশের প্রশাসন। তাই বলে প্রধানমন্ত্রীও!জানা গিয়েছে, ব্যক্তিগত সফরে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছন আব্বাসি। সেখানেই এক ব্যক্তির ক্যামেরায় ধরা পড়েন তিনি। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, কোট, ব্যাগ হাতে নিয়ে বিমানবন্দর থেকে বেরোচ্ছেন আব্বাসি। পাক সংবাদমাধ্যমের দাবি, খাকনকে আম আদমির মতো পোশাক খুলে তল্লাশি করা হয়েছে। তবে মার্কিন প্রশাসন সূত্রে খবর, আব্বাসিকে রুটিন তল্লাশি করেছেন নিরাপত্তাকর্মীরা। কূটনৈতিক পাসপোর্ট থাকতেও কেন এই ধরণের তল্লাশির মুখে পড়তে হল আব্বাসিকে। প্রশ্ন তুলছে পাক জনতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *