উচ্চমাধ্যমিক দুইজন পরীক্ষার্থী শারিরীক অসুস্থর কারণে পরীক্ষা দিলো হরিরামপুর গ্রামীন হাসপাতালে
1 min readমামুন সরকার ,,হরিরামপুর ,উচ্চমাধ্যমিক দুইজন পরীক্ষার্থী শারিরীক অসুস্থর কারণে পরীক্ষা দিলো হরিরামপুর গ্রামীন হাসপাতালে। সদ্যোজাত কে নিয়ে প্রথম পরীক্ষা দিয়ে ছিলেন জুহি খাতুন , রোল ১৫০৭২১,নাম্বার ১২৪৮৩,দানগ্রাম উচ্চবিদ্যালয়ে কিন্তু এই অবস্থায় স্কুলের ওপর তলায় পরীক্ষা দিতে গিয়ে চরম কষ্ঠের সমূখীন হতে হয় জুহি কে বলেই প্রথম পরীক্ষা খুব ভালো হয়নি বলে জানিয়ে ছিলেন জুহি। জুহি খাতুনের বাড়ি গোকর্ন গ্রাম পঞ্চায়েতের বুচনি পুকুর গ্রামে। লহুচর উচ্চবিদ্যালযের ছাত্রী জুহি। এই ছয় দিনের সন্তানকে নিয়ে পরীক্ষা দেওয়ার ঘটনায় সংবাদ হলে স্বাস্থ্য আধিকারিকরা নড়ে চড়ে বসেন এবং জুহিকে হাসপাতালে পরীক্ষা দেওয়ার সুব্যবস্থা করে দেন তারা ।
আজ ইংরেজি পরীক্ষা ভালোই হয়েছে বলে জানিয়ে ছেন জুহি । বাড়ির আত্মীয়রা জানিয়েছেন গর্ভবতী অবস্থায় তেমন পড়তে পারেননি জুহি বলে হয়তো পরীক্ষা খারাপ হবে তাতে কোনো দুঃখ নেই তাদের ,,তবে জুহির এই মানসিকতাই ধন্যবাদ জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।তবে জানা গেছে আর একজন ছাত্রী যার নাম প্রীতি গাইন বাড়ি ধাওয়েল দানগ্রাম স্কুলের ছাত্রী তিনি হঠাৎ গত কাল রাতে অসুস্থ হয়ে পড়েন তিনি সকালে তাকে হরিরামপুর গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয় ।
তার পর বাড়ির লোক জানান স্কুলের প্রধান শিক্ষকে তিনি তরী ঘড়ি হাসপাতালে পরীক্ষা দেওয়ার সুব্যবস্থা করে দেন ।অসুস্থ অবস্থায় পরীক্ষা ভালো হয়েছে বলে জানিয়েছেন তিনি । তবে হাসপাতাল চত্বরে ছিল পুলিশের করা পাহারা । পরীক্ষা চলা কালীন কাউকে ভিতরে প্রবেশ করতে দেননি তারা ।