সর্বোচ্চ জমির দাম ও উচ্ছেদ পরিবার প্রতি একজনের রেলের চাকরি দিলে রাধিকাপুরে রেলের উন্নয়নে জমি দিতে রাজি
1 min read
তপন
চক্রবর্তী-কালিয়াগঞ্জ-শনিবার উত্তরদিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পঞ্চায়েত
সমিতির ভবনে রাধিকাপুরের রেলের উন্নয়নে বাস্তুভিটা উচ্ছেদ হতে যাওয়া পরিবারদের সাথে
ব্লক প্রশাসনের একটি বৈঠক হয়।ব্লক প্রশাসনের সাথে রাধিকাপুরের বাস্তুভিটা উচ্ছেদ হতে
যাওয়া ব্যক্তিরা প্রশাসনকে জানিয়ে দেন যদি
রেল তাদের বাস্তুভিটার সর্বোচ্চ দামের সাথে ১২টি পরিবারের ১জন করে রেলের চাকরি দেয়
তাহলে রেলকে তাদের জমি দিতে কোন আপত্তি নেই।
চক্রবর্তী-কালিয়াগঞ্জ-শনিবার উত্তরদিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পঞ্চায়েত
সমিতির ভবনে রাধিকাপুরের রেলের উন্নয়নে বাস্তুভিটা উচ্ছেদ হতে যাওয়া পরিবারদের সাথে
ব্লক প্রশাসনের একটি বৈঠক হয়।ব্লক প্রশাসনের সাথে রাধিকাপুরের বাস্তুভিটা উচ্ছেদ হতে
যাওয়া ব্যক্তিরা প্রশাসনকে জানিয়ে দেন যদি
রেল তাদের বাস্তুভিটার সর্বোচ্চ দামের সাথে ১২টি পরিবারের ১জন করে রেলের চাকরি দেয়
তাহলে রেলকে তাদের জমি দিতে কোন আপত্তি নেই।
ব্লক প্রশাসনের পক্ষ থেকে সমষ্টি উন্নয়ন
আধিকারিক মহঃ জ্যকারিয়া জমি উচ্ছেদ হতে যাওয়া পরিবারদের বলেন পরিবারগুলির বাস্তুভিটার সর্বোচ্চ দাম পাবার ব্যাপারে
তারা সবরকম তাদের সাথে সহ যোগীতা করবে।তবে পরিবার প্রতি ১জনের রেলের চাকরি দেবার ব্যাপারে
তাদের কিছু বলার নেই।বৈঠকে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই
বৈশ্য,ভূমি আধিকারিক বিদ্যুৎ মাঝি,কালিয়াগঞ্জ থানার আই সি বিচিত্র বিকাশ রায়,সহ কারি
সভাপতি রুস্তম আলী।অন্যদিকে জমি উচ্ছেদ হতে যাওয়া পরিবারগুলির পক্ষ থেকে বক্তব্য রাখেন
সুব্রত দাস,মনব্রত মন্ডল ও দেব নাথ দাস।জানা
যায় আগামী বৃহস্পতিবার রাধিকপুরে আবার একটি
বৈঠকের ব্যবস্থা করা হয়েছে।যেখানে রেল,ব্লক প্রশাসন ও জমি উছেদখশ্রীরা উপস্থিত থাকবেন।
আধিকারিক মহঃ জ্যকারিয়া জমি উচ্ছেদ হতে যাওয়া পরিবারদের বলেন পরিবারগুলির বাস্তুভিটার সর্বোচ্চ দাম পাবার ব্যাপারে
তারা সবরকম তাদের সাথে সহ যোগীতা করবে।তবে পরিবার প্রতি ১জনের রেলের চাকরি দেবার ব্যাপারে
তাদের কিছু বলার নেই।বৈঠকে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই
বৈশ্য,ভূমি আধিকারিক বিদ্যুৎ মাঝি,কালিয়াগঞ্জ থানার আই সি বিচিত্র বিকাশ রায়,সহ কারি
সভাপতি রুস্তম আলী।অন্যদিকে জমি উচ্ছেদ হতে যাওয়া পরিবারগুলির পক্ষ থেকে বক্তব্য রাখেন
সুব্রত দাস,মনব্রত মন্ডল ও দেব নাথ দাস।জানা
যায় আগামী বৃহস্পতিবার রাধিকপুরে আবার একটি
বৈঠকের ব্যবস্থা করা হয়েছে।যেখানে রেল,ব্লক প্রশাসন ও জমি উছেদখশ্রীরা উপস্থিত থাকবেন।