বিনা বাধায় নমিনেশন জমা বিজেপির কালিয়াগঞ্জে।
1 min readপিয়া
গুপ্তা ঃ- কয়েক দিন
তৃণমূলের ভয়ে নমিনেশন ঠিকঠাক জমা দিতে না পারলেও শুক্রবার বিজেপির কাছে কার্যত
ব্যাক ফুট হয়ে যায় তৃণমূল ।
বাধা পেরিয়ে বিজেপির মিছিল |
তাই
আজ বাধা পেরিয়ে বিজেপি মিছিলের কাছে কার্যত হার মেনে যায় তৃণমূল বাহিনী।আর
এই শাসক দলের ব্যাক ফুট হয়ে যাওয়ার ফায়দা তুলে নিল বিজেপি।
আজ বাধা পেরিয়ে বিজেপি মিছিলের কাছে কার্যত হার মেনে যায় তৃণমূল বাহিনী।আর
এই শাসক দলের ব্যাক ফুট হয়ে যাওয়ার ফায়দা তুলে নিল বিজেপি।
উত্তর দিনাজপুর
জেলার কালিয়াগঞ্জে তারা নমিনেশন জমা দিল টানটান উত্তেজনার মধ্য দিয়ে ।
কালিয়াগঞ্জ বিধানসভার বিজেপির পালক রূপক রায |
এদিন কালিয়াগঞ্জ
মহেন্দ্রগঞ্জ থেকে বিজেপির সমর্থকরা হাতে তিরধনুক,লাঠি নিয়ে যায় মিছিল করে।তবে আজকের নমিনেশন কে
কেন্দ্র করে উত্তেজনা
থাকলেও অপ্রীতিকর কোন ঘটনা ঘটে নি।
মহেন্দ্রগঞ্জ থেকে বিজেপির সমর্থকরা হাতে তিরধনুক,লাঠি নিয়ে যায় মিছিল করে।তবে আজকের নমিনেশন কে
কেন্দ্র করে উত্তেজনা
থাকলেও অপ্রীতিকর কোন ঘটনা ঘটে নি।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সুষ্ঠ ভাবে চলে বিজেপির এই নমিনেশন পর্ব ।তবে
এদিন কালিয়াগঞ্জে পুলিশের ভূমিকা ছিল প্রশংসা করার মতো।সর্বত্র পুলিশ প্রশাসন
সজাগ থাকায় বড়ো কোন ঘটনা ঘটে নি এদিন।কালিয়াগঞ্জ বিধানসভার বিজেপির পালক রূপক রায
জানান লাগাতার কয়েকদিন ধরেই তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা তাদের নমিনেশন পত্র জমা
দিতে ভয় দেখালেও আজ তারা কিছু করতে পারেনি।কারণ তারা আজ মানুষকে সঙ্গে নিয়ে গিয়ে
এর প্রতিরোধ করে তাদের নমিনেশন জমা দেয় ।তিনি বলেন তৃণমূল বিজেপিকে চমকে ধমকে কিছু
করতে পারবে না।মানুষের রায়ে তারা জিততে পারবে না।তাই তারা মস্তান দিয়ে মানুষের মুখ
বন্ধ করতে চাইছে।
এদিন কালিয়াগঞ্জে পুলিশের ভূমিকা ছিল প্রশংসা করার মতো।সর্বত্র পুলিশ প্রশাসন
সজাগ থাকায় বড়ো কোন ঘটনা ঘটে নি এদিন।কালিয়াগঞ্জ বিধানসভার বিজেপির পালক রূপক রায
জানান লাগাতার কয়েকদিন ধরেই তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা তাদের নমিনেশন পত্র জমা
দিতে ভয় দেখালেও আজ তারা কিছু করতে পারেনি।কারণ তারা আজ মানুষকে সঙ্গে নিয়ে গিয়ে
এর প্রতিরোধ করে তাদের নমিনেশন জমা দেয় ।তিনি বলেন তৃণমূল বিজেপিকে চমকে ধমকে কিছু
করতে পারবে না।মানুষের রায়ে তারা জিততে পারবে না।তাই তারা মস্তান দিয়ে মানুষের মুখ
বন্ধ করতে চাইছে।