থমথমে হরিরামপুর আজ অব্দি হরিরামপুর ব্লকে মোট নমিনেশন পত্র জমা হলো
1 min read
মামুন সরকার ,,হরিরামপুর থমথমে হরিরামপুর আজ অব্দি হরিরামপুর ব্লকে মোট নমিনেশন পত্র জমা হলো গ্রাম পঞ্চায়েত 183 টি ও পঞ্চায়েত সমিতি 31 টি আসন ,তার মধ্যে গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস আসন 40টি ,,বিজেপি 44 আসন সিপিআই 2 টি সিপিআইএম 42 টি,কংগ্রেস 40 আরএস পি 4টি অন্যান্য দল 11 টি প্রার্থী মনোনয়ন পত্র জমা করেন ,,পঞ্চায়েত সমিতির আসন আজ পর্যুন্ট মোট 31 টি আসন মনোনয়ন পত্র জমা পড়েন তার মধ্যে তৃণমূল কংগ্রেস 6 টি বিজেপি 11 টি সিপিআইএম 6 টি, কংগ্রেস 5 ,,অন্যান্য দল 3 টি দল মনোনয়ন পত্র জমা করেন ,,
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আজ হরিরামপুর সকাল থেকে ছিলো থমথমে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো রাস্তা ঘাট ছিল প্রচুর ভিড় ,,চারিদিকে যেন ভোটের রমরমা বেপার ।তবে অন্যান্য জায়গার মতো কোনো উশৃঙ্খলা বা গন্ডগোল দেখা দেয়নি তবে এলাকা ছিল থমথমে সব দলে প্রায় তাদের প্রার্থী নিয়ে মনোনয়ন পত্র জমা দিচ্ছেন শান্তি পূর্ন ভাবে ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
হরিরামপুর থানার আইসি অসীম গোপের নেতৃত্বে পুলিশ ছিল খুব তৎপর সারাদিন সেখানে উপস্থিত ছিলেন আইসি অসীম গোপ প্রচুর পুলিশ হাজির করা হয়েছে বিডিও অফিসে ।তবে সবাই আশা রাখছেন কোনো রকম কোনো ঝামেলা এখানে হবে না ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
হরিরামপুর থানার আইসি অসীম গোপের নেতৃত্বে পুলিশ ছিল খুব তৎপর সারাদিন সেখানে উপস্থিত ছিলেন আইসি অসীম গোপ প্রচুর পুলিশ হাজির করা হয়েছে বিডিও অফিসে ।তবে সবাই আশা রাখছেন কোনো রকম কোনো ঝামেলা এখানে হবে না ।