শিলিগুড়ি মহকুমার ঘোষপুকুর এলাকায় এক যুবকের মৃতদেহ উদ্ধার, ব্যপক চাঞ্চল্য
1 min read
নিজেস্ব প্রতিবেদক,, শিলিগুড়ি শিলিগুড়ির মহকুমার ঘোষপুকুর এলাকায় এক
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যপক চাঞ্চল্য ছড়ায়। মৃত যুবকের নাম সন্ত কুজুর বয়স (২৪)। জানা গিয়েছে যে সোমবার সকালে ঘোষপুকুর এলাকায় রাস্তার পাশেই ওই যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এরপর তরীঘরী খবর দেওয়া হয় পুলিশকে। এবং এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ফাঁসিদেওয়া থানার পুলিশ। এবং পুলিশ গিয়ে মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। তবে পুলিশের প্রাথমিক অনুমান, রাতে কোনো গাড়ির ধাক্কাতেই মৃত্যু হয়েছে এই যুবকের। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।