December 12, 2024

পরিবারের তিনজনের লরির চাকায় পিষ্ট উত্তর দিনাজপূড় জেলার ডালখোলাতে

1 min read
প্রদিপ সিংহা (করনদিঘি) ঃউত্তর
দিনাজপূড় জেলার ডালখোলাতে আজ সন্ধ্যা বেলায়  একই পরিবারের তিনজনের লরির চাকায় পিষ্ট হয়ে
মৃত্যুকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে ।

 রাতে  ই দুর্ঘটনার সংবাদ পেয়ে  উত্তেজিত হয়ে ওঠে এলাকাবাসী।বেদম প্রহার করা হয় ঘাতক
লরিচালককে   অভিযোগ।পুলিশ সূত্রে জানা গেছে
,মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

এর জেরে ডালখোলা স্টেশনে অাটকে পরে বেশ কিছু দুরপাল্লার
ট্রেন  ।জানা গেছে
, ডালখোলা লোকনাথপাড়ার বাসিন্দা ঘূর্নি মল্লিক সাফাইকর্মী
হিসাবে কর্মরত।

এদিন সন্ধ্যাতে তিনি মালা দেবী ও ছোট্ট শিশু রিঙ্কি বাসফোরকে সঙ্গে
নিয়ে বাড়ী ফিরছিলেন।ডালখোলা রেটগেট সংলগ্ন স্থানে একটি লরি তাদের পিষে
দেয়।ঘটনাস্থলে মৃত্যু হয় তিনজনের।দুর্ঘটনার সংবাদ পেয়ে উত্তেজিত হয়ে ওঠে
এলাকাবাসী।

ঘাতক লরিচালককে লরি থেকে নামিয়ে বেদম প্রহারের অভিযোগ উঠেছে।অাশঙ্কাজনক
অবস্থাতে লরিচালককে ডালখোলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।রেলগেটে দুর্ঘটনা 

ঘটার
জন্য বনধ হয়ে পড়ে রেল পরিসেবা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *