December 12, 2024

নববর্ষের সন্ধ্যায় দুর্গাপুরের Anand Amusement water park এ অনুষ্ঠিত হয়ে গেল "" phonix presents Stars Of Bengal Glam Hunt 2018"

1 min read

দেবাঞ্জলী চক্রবর্তী, কলকাতা:
নববর্ষের সন্ধ্যায় দুর্গাপুরের Anand Amusement water park 
অনুষ্ঠিত হয়ে গেল ” phonix presents Stars Of
Bengal Glam Hunt 2018″ —  
co-organised by www.perpaa.com
 

নতুন
প্রজন্মের তরুণ তরুণীদের নিয়ে আয়োজিত হয়েছিল এই Glam Hunt শো , এমনকি ক্ষুদে শিল্পীরাও বাদ যায়নি,
রাম্পে তাদের হাঁটতে দেখা গেছে অদম্য
উৎসাহের সাথে বিচারকের আসন উজ্জ্বল করেন
বিশিষ্ট অভিনেত্রী সোমজিতা ভট্টাচার্য অভিনেত্রী শর্মিলা দাস গ্রুমিং করেছেন সমস্ত প্রতিযোগিদের অভিনেত্রী পিয়ালি দাস কথায় বলে অনুষ্ঠানের নৈপুণ্যতা অনেকটাই নির্ভর করে সঞ্চালকের দক্ষতায় আর সেই ভূমিকায় ছিলেন
শ্রীমতি চৈতালি দাস অসাধারণ কৃতিত্বের সাথে সাথে সব প্রতিযোগিদের রাম্প
আলোড়িত করতে দেখা
যায় প্রতিযোগিদের সাথে
কথা বলে জানতে
পারি 
তাঁরা ভীষণ

 খুশি
তাদের অংশগ্রহণ করতে পেরে তেমনি বিচারক শর্মিলা দাসকে এই শোয়ের মেরুদন্ড অনির্বাণ বাবুর উদ্দেশ্যে বলতে শোনা যায়
ভীষণ ভালো লাগছে
এই রকম একটা
অনুষ্ঠানে আসতে পেরে অনির্বাণ সামনের বছরের
অপেক্ষায় থাকবো, আমাদেরকে আবার ডেকো


বিচারক সোমজিতা দেবী
বলেন-” খুব ভালো লাগছে
এত সুন্দর একটা
অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে , অনুষ্ঠানের অংশ হতে পেরে”  সব কিছুর
নিরিখে মেয়েদের মধ্যে
তৃতীয় দ্বিতীয় স্থানাধিকারী যথাক্রমে  শালিনী বৈরাগী শ্রীয়া সাহা এবং ছেলেদের মধ্যে দ্বিতীয় ও তৃতীয়   হয়েছেন তন্ময় চক্রবর্তী দেবাশীষ সাঁই
 কো- অর্ডিনেটর ছিলেন অভিজিৎ রাজপুত

Stars of Bengal Glam Hunt 2018 তাজ শোভা
পায় প্রথম স্থানাধিকারী তানিয়া ভৌমিক নম্রনীল দে মাথায়
কর্তৃপক্ষরা শুধু গলামার জগতেই থেমে
থাকেননি তাদের ইচ্ছা
সমাজের অসহায়দের জন্য কিছু করার তাই তারা কলকাতার  “সংকল্পসমাজসেবী সংস্থার প্রতিনিধিদের হাতে
কিছু আর্থিক সাহায্য তুলে দেনইচছা প্রকাশ করেনসংকল্প সাথে সমাজের জন্য কাজ করার 


বর্তমানের কথারপক্ষ
থেকে শুভেচ্ছা ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে অংশগ্রহণ করতে পারায়


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *