December 21, 2024

উত্তর দিনাজপুর,করণদিঘিতৃণমূল কংগ্রেস নেতা,কর্মীদের উপরে হামলা চালানোর অভিযোগ উঠল বাম কংগ্রেস জোটের বিরুদ্ধে

1 min read
প্রদীপ সিনহা :- ।উত্তর দিনাজপুর,করণদিঘিতৃণমূল কংগ্রেস নেতা,কর্মীদের উপরে হামলা চালানোর অভিযোগ উঠল বাম কংগ্রেস জোটের
বিরুদ্ধে।গতকাল  গভীর রাতে পরপর তিনবার
হামলা চালানো হয় ।করনদীঘি থানার করনদীঘি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার কামাত
গ্রামে এই ঘটনাতে অালোড়ন ছড়িয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে
,কামাত গ্রামের পঞ্চায়েত সদস্য মজিবুর রহমান।

তিনি এবারে তৃণমূল কংগ্রেস
প্রার্থী।তিনি ও তার ভাই
,তার ভাগনে,তার জামাই সেখ কালু,সহ অারো টিএমসি কর্মীদের
উপরে হামলার অভিযোগ উঠেছে।করনদীঘি ২ নম্বর অঞ্চল টিএমসি সভাপতি কৌশিক রায়
জানিয়েছেন
,কামাত গ্রামের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা পঞ্চায়েত সদস্য
মজিবুর রহমান শিরুয়া মেলা দেখে বাড়ি ফিরছিল।তার সঙ্গে টিএমসি কর্মীরা ছিল।অাচমকা
কংগ্রেসী গুন্ডা চৌধুরী ও তার দলবল তাদের উপরে সশস্ত্র ভাবে হামলা চালায়।পরবর্তীতে
বিহার থেকে গুন্ডা এনে টিএমসি কর্মীদের বাড়িতে ভাঙচুর চালিয়ে ব্যপক হামলা চালানো
হয়।সিপিঅাইএমের পরিকল্পনাতে কংগ্রেস জোটের পায়ের তলার মাটি সরে যাওয়াতে এলাকাতে
সন্ত্রাস কায়েম করতে চাইছে।নিরীহ দোকানদার ইসলামের দোকানে ভাঙচুর করে তাকে গুরুতর
জখম করা হয়েছে।তাকে তৃণমূল কংগ্রেস না করার জন্য হুমকি দেওয়া হয়।এবারের নির্বাচনে
মানুষ এর জবাব দেবে।পু্রো বিষয়টি জানিয়ে করনদীঘি থানাতে লিখিত অভিযোগ জানানো
হয়েছে।অাহতদের করনদীঘি গ্রামীন হাসপাতালে চিকিৎসা চলছে।করনদীঘি পুলিশ জানিয়েছে
,বিষয়টিতে অাইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। অন্যদিকে,এটিকে রাজনৈতিক সংঘর্ষ বলে মানতে নারাজ বাম,কংগ্রেস নেতৃত্ব।করনদীঘির
কংগ্রেসের জেলা পরিষদ সদস্য সেখ সামসুল জানিয়েছেন
,এর বিষয়টির সঙ্গে
রাজনীতির কোন যোগাযোগ নেই।অার্থিক লেনদেন নিয়ে টাকা চাওয়াতে ধস্তাধস্তি হয়।গ্রাম
পঞ্চায়েত সদস্যের সঙ্গে গ্রামবাসীদের সংঘর্ষ হয়ে থাকতে পারে।এর সঙ্গে কংগ্রেস
কর্মীরা কোনভাবে জড়িত নয়। করনদীঘিতে টিএমসি কর্মীদের উপরে হামলা
,খবরটির সঙ্গে এটা নীচে চুড়তে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *