ভোটগ্রহণ হচ্ছে না ১, ৩, ৫ মে
1 min read
পঞ্চায়েত মামলার রায় ঘোষণা করল
হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। ভোটগ্রহণ হচ্ছে না ১, ৩, ৫ মে। পঞ্চায়েত ভোটের জন্য কমিশনের পূর্ব ঘোষিত
নির্ঘণ্ট খারিজ করে দিলেন বিচারপতি সুব্রত তালুকদার। নতুন করে মনোনয়ন জমার দিন
ঘোষণা করতে নির্দেশ দিলেন বিচারপতি।
হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। ভোটগ্রহণ হচ্ছে না ১, ৩, ৫ মে। পঞ্চায়েত ভোটের জন্য কমিশনের পূর্ব ঘোষিত
নির্ঘণ্ট খারিজ করে দিলেন বিচারপতি সুব্রত তালুকদার। নতুন করে মনোনয়ন জমার দিন
ঘোষণা করতে নির্দেশ দিলেন বিচারপতি।
একইসঙ্গে পঞ্চায়েত ভোটের নতুন নির্ঘণ্ট ঘোষণা
করতেও নির্দেশ দিলেন বিচারপতি সুব্রত তালুকদার।এদিন ৩৫ পাতার রায় পড়ে শোনান
বিচারপতি। মনোনয়ন পর্বে বিরোধীদের তোলা হিংসার অভিযোগকে মান্যতা দেন বিচারপতি
সুব্রত তালুকদার। কমিশনের ১০ এপ্রিলের নির্দেশ খারিজ করে দেয় সিঙ্গল বেঞ্চ। মনোনয়ন
জমার সময়সীমা বাড়িয়েও ১০ এপ্রিল তা ফের প্রত্যাহারের নির্দেশ দিয়েছিল কমিশন।মনোনয়পর্বে
হিংসা, মনোনয়ন
জমা দেওয়ার সময়সীমা বাড়িয়েও কমিশনের পরে তা প্রত্যাহার করে নেওয়া প্রভৃতি বিভিন্ন
ইস্যুতে আদালতে দ্বারস্থ হয় বিরোধীরা। বিরোধীদের সব অভিযোগ ও কমিশনের যুক্তি শুনে পঞ্চায়েত মামলার দ্রুত নিষ্পত্তি করতে
হাইকোর্টকে নির্দেশ দেয় শীর্ষ আদালত।
করতেও নির্দেশ দিলেন বিচারপতি সুব্রত তালুকদার।এদিন ৩৫ পাতার রায় পড়ে শোনান
বিচারপতি। মনোনয়ন পর্বে বিরোধীদের তোলা হিংসার অভিযোগকে মান্যতা দেন বিচারপতি
সুব্রত তালুকদার। কমিশনের ১০ এপ্রিলের নির্দেশ খারিজ করে দেয় সিঙ্গল বেঞ্চ। মনোনয়ন
জমার সময়সীমা বাড়িয়েও ১০ এপ্রিল তা ফের প্রত্যাহারের নির্দেশ দিয়েছিল কমিশন।মনোনয়পর্বে
হিংসা, মনোনয়ন
জমা দেওয়ার সময়সীমা বাড়িয়েও কমিশনের পরে তা প্রত্যাহার করে নেওয়া প্রভৃতি বিভিন্ন
ইস্যুতে আদালতে দ্বারস্থ হয় বিরোধীরা। বিরোধীদের সব অভিযোগ ও কমিশনের যুক্তি শুনে পঞ্চায়েত মামলার দ্রুত নিষ্পত্তি করতে
হাইকোর্টকে নির্দেশ দেয় শীর্ষ আদালত।