সমাজের সার্বিক উন্নয়নে মঙ্গলদ্বীপ সেবাশ্রম সংঘের উদ্যোগ-
1 min read
তপন চক্রবর্তী–উত্তরদিনাজপুর—মঙ্গলদ্বীপ সেবাশ্রম
সংঘ
উত্তরদিনাজপুর জেলার বিভিন্ন এলাকার
সাথে কালিয়াগঞ্জে
এই সংস্থার
মাধ্যমে এলাকার
হতদরিদ্র ছেলেমেয়েদের
কিভাবে উন্নয়ন
করা যায়
তা নিয়ে
শনিবার কালিয়াগঞ্জের
মহেন্দ্রগঞ্জ নাট মন্দির প্রাঙ্গনে একটি
আলোচনা সভা
অনুষ্ঠিত হয়।
সংঘ
উত্তরদিনাজপুর জেলার বিভিন্ন এলাকার
সাথে কালিয়াগঞ্জে
এই সংস্থার
মাধ্যমে এলাকার
হতদরিদ্র ছেলেমেয়েদের
কিভাবে উন্নয়ন
করা যায়
তা নিয়ে
শনিবার কালিয়াগঞ্জের
মহেন্দ্রগঞ্জ নাট মন্দির প্রাঙ্গনে একটি
আলোচনা সভা
অনুষ্ঠিত হয়।
আলোচনা
সভায় উপস্থিত
ছিলেন মঙ্গলদ্বীপ
সেবাশ্রম সংঘের
প্রতিষ্ঠাতা স্বামী মঙ্গলানন্দজী মহারাজ,মাতাজি
মমতাময়ী মা
ও সেবাশ্রম
সংঘের সভাপতি
শুভজিৎ গুপ্ত।উপস্থিত
ছিলেন
মহেন্দ্রগঞ্জ চৈতন্য মহাপ্রভু
সেবা সমিতির
সম্পাদক প্রদীপ
দত্তগুপ্ত।
প্রাথমিক আলোচনায়
সিদ্ধান্ত হয় আগামী কিছুদিনের মধ্যে
আবার একটি
সভার আয়োজন
করা হবে।
সভায় উপস্থিত
ছিলেন মঙ্গলদ্বীপ
সেবাশ্রম সংঘের
প্রতিষ্ঠাতা স্বামী মঙ্গলানন্দজী মহারাজ,মাতাজি
মমতাময়ী মা
ও সেবাশ্রম
সংঘের সভাপতি
শুভজিৎ গুপ্ত।উপস্থিত
ছিলেন
মহেন্দ্রগঞ্জ চৈতন্য মহাপ্রভু
সেবা সমিতির
সম্পাদক প্রদীপ
দত্তগুপ্ত।
প্রাথমিক আলোচনায়
সিদ্ধান্ত হয় আগামী কিছুদিনের মধ্যে
আবার একটি
সভার আয়োজন
করা হবে।
আলোচনায়
মঙ্গলদ্বীপ সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী
মঙ্গলানন্দজী মহারাজ জিকে প্রস্তাব দেওয়া
হয় মহেন্দ্রগঞ্জ
নাট মন্দিরে
অবস্থিত যে
সেবা সমিতি
দীর্ঘদিন ধরে
গ্রামের হতদরিদ্র
ঘরের ছেলেমেয়েদের
যে ভাবে
নানাভাবে সাহায্য
করছে সেই
প্রতিষ্ঠানকে মঙ্গলদ্বীপ সেবা শ্রম সংগেরমাধ্যমে
আরো উন্নত
করা যায়
কিনা তা
নিয়েও চিন্তা
ভাবনা করা
যায় কিনা।তিনি
এ ব্যাপারে
সহ মত
পোষণ করেন। সংস্থার
সভাপতি সুভ
জিৎ গুপ্ত
বলেন আমাদের
এই সংস্থার
সেবাশ্রম ইতিমধ্যেই
পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কাজ শুরু
করে দিয়েছে।আমরা
চাই প্রতিটি
জেলায় আমাদের
এই সংস্থার
মাধ্যমে যেন
অসহায় মানুষদের
পাশে দাঁড়িয়ে
সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি।