October 4, 2024

রায়গঞ্জের ট্রাফিক পুলিশের বড়বাবূ পিনাকী সরকারের তৎপরতায় হারিয়ে যাওয়া শিশু কে ফিরে পেলেন বাবা

1 min read
তন্ময়
চক্রবত্তী
আবারো মানবিকতার পরিচয় দিল উত্তর
  দিনাজপুর জেলার রায়গঞ্জের ট্রাফিক পুলিশ । আজ রায়গঞ্জের
ট্রাফিক পুলিশের তৎপরতায়
  এক
বাবা তার নয় বছরের হারিয়ে যাওয়া শিশু কে ফিরে পেলেন । 
রায়গঞ্জের ট্রাফিক পুলিশের
বড়বাবূ পিনাকী সরকার জানান ,
 ডালখোলারমোতিয়ারির অব্দুল রহমানের পুত্র  শোয়েল আকতার নামে   তৃতীয় শ্রেনীর
এক ছাত্র
  দক্ষিন
দিনাজপুর এর বুনিয়াদপুর এর নুরি একডেমি তে পড়াশোনা করতো সেই সুবাদে সে সেখানেই হষ্টেলে
থাকতো আজ সেই হষ্টেল থেকে সে পালিয়ে এসে
  রায়গঞ্জ
এর শিলিগুড়ি মোড় এর মধ্যে সে কান্নকাটি করে
  ঘোড়াঘরি করছিল  সেই সময়    তিনি নিজেই
সেই ছেলেটির মুখ থেকে সব শুনে তাকে
  তার  অফিসের
মধ্যে
  নিয়ে  আসে। এর
পর
    সেই শিশুটিকে
মিষ্টি ও চকলেট খাওনোর পড় তার বাবাকে খবর দেওয়া হয় এর পড় তার বাবা আসে এবং বাবার কাছে
তুলে দেওয়া হয় তার সন্তান কে। এহেন ট্রফিক পুলিশের মানবিকতায় খুশি শিশুটির বাবা সহ
স্থানীয় মানুষেরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *